মুম্বই, 28 নভেম্বর: নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের এবার ক্ষমা চাইলেন বাবা রামদেব (Baba Ramdev half baked apology) ৷ মহারাষ্ট্রের থানেতে একটি যোগা ক্যাম্পে গিয়ে রামদেব জানান, কিছু না পরলেও তাঁর চোখে নারীরা সুন্দর ৷ এমন মন্তব্যের পরই তোলপাড় ওঠে সারা দেশ (Baba Ramdev women statement controversy) ৷ এরপরই ক্ষমা চাইলেন বারবার বিতর্কে জড়িয়ে পড়া যোগগুরু । তবে তাঁর এই ক্ষমা প্রার্থণা ঘিরেও কয়েকটি প্রশ্ন উঠেছে ।
"যদিও মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের দ্বারা জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে যে আমি অপরাধ করিনি ৷ তবে আমার মন্তব্য মহিলাদের আঘাত বা অপমান করলে আমি ক্ষমাপ্রার্থী ৷" কমিশন উদ্দেশ্য করে লেখা রামদেবের চিঠিতে এটাই লেখা রয়েছে বলে জানা গিয়েছে ।
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় মহারাষ্ট্রের মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকাঙ্কর একটি নোটিশ জারি করেন ৷ যেখানে যোগগুরুকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয় ৷ তাঁকে তাঁর মন্তব্যের জন্য দু'দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল । এরপরই রামদেবের তরফে ক্ষমা চেয়ে মহিলা কমিশনকে চিঠি লেখা হয়েছে ৷