পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Baba Ramdev in Controversy: নারীদের নিয়ে কুমন্তব্য, একাধিক প্রশ্ন রেখেই ক্ষমা চাইলেন রামদেব - Baba Ramdev in Controversy

মহারাষ্ট্রের থানেতে একটি যোগা ক্যাম্পে গিয়ে রামদেব জানান, কিছু না পরলেও তাঁর চোখে নারীরা সুন্দর ৷ এমন মন্তব্যের পরই তোলপাড় ওঠে সারা দেশ (Baba Ramdev women statement controversy) ৷

Baba Ramdev
Baba Ramdev

By

Published : Nov 28, 2022, 11:52 AM IST

Updated : Nov 28, 2022, 12:40 PM IST

মুম্বই, 28 নভেম্বর: নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের এবার ক্ষমা চাইলেন বাবা রামদেব (Baba Ramdev half baked apology) ৷ মহারাষ্ট্রের থানেতে একটি যোগা ক্যাম্পে গিয়ে রামদেব জানান, কিছু না পরলেও তাঁর চোখে নারীরা সুন্দর ৷ এমন মন্তব্যের পরই তোলপাড় ওঠে সারা দেশ (Baba Ramdev women statement controversy) ৷ এরপরই ক্ষমা চাইলেন বারবার বিতর্কে জড়িয়ে পড়া যোগগুরু । তবে তাঁর এই ক্ষমা প্রার্থণা ঘিরেও কয়েকটি প্রশ্ন উঠেছে ।

"যদিও মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের দ্বারা জারি করা নোটিশে উল্লেখ করা হয়েছে যে আমি অপরাধ করিনি ৷ তবে আমার মন্তব্য মহিলাদের আঘাত বা অপমান করলে আমি ক্ষমাপ্রার্থী ৷" কমিশন উদ্দেশ্য করে লেখা রামদেবের চিঠিতে এটাই লেখা রয়েছে বলে জানা গিয়েছে ।

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় মহারাষ্ট্রের মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকাঙ্কর একটি নোটিশ জারি করেন ৷ যেখানে যোগগুরুকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয় ৷ তাঁকে তাঁর মন্তব্যের জন্য দু'দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল । এরপরই রামদেবের তরফে ক্ষমা চেয়ে মহিলা কমিশনকে চিঠি লেখা হয়েছে ৷

যোগগুরু চিঠিতে আরও লেখেন, "25 নভেম্বর একটি নির্দিষ্ট আইনের অধীনে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশন আমাকে একটি নোটিশ পাঠিয়েছে । নোটিশে উল্লিখিত আইনের অধীনে আমি কোনও অপরাধ করিনি । আমি শুধুমাত্র এক ঘণ্টার বক্তব্যের মধ্যে মহিলাদের মহিমাকে তুলে ধরতে এবং তাদের ক্ষমতায়নের প্রচার করার চেষ্টা করছিলাম ৷ মহিলাদের পোশাক সম্পর্কে আমি বক্তব্যটি করেছিলাম যাতে নারীদের সাধারণ পোশাককে বৈধতা দেওয়া হয় ৷ সেটা বলাই আমার উদ্দেশ্যে ছিল । তবে আমি দুঃখিত যদি এটি মহিলাদের অপমান করে থাকে ৷"

আরও পড়ুন:নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, মহিলা কমিশনের নোটিশ পেলেন রামদেব

এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে কীভাবে রামদেব অতীতে বেশ কয়েকটি ইভেন্ট এবং উদ্যোগের মাধ্যমে সারা দেশে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছেন । যোগগুরুর পাঠানো হিন্দিতে ক্ষমা চাওয়ার চিঠিটি এদিন টুইট করেছেন রূপালী চাকাঙ্কর । ইটিভি ভারতের সঙ্গে কথায় মহারাষ্ট্রের মহিলা কমিশনের চেয়ারপার্সন রামদেবের ক্ষমা চাওয়ার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

Last Updated : Nov 28, 2022, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details