পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahashivratri 2023: 3 কুইন্টাল ফুলের টোপরে বরবেশে বাবা মহাকাল, হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত উজ্জয়িনী

মহাশিবরাত্রিতে উজ্জয়িনীতে বাবা মহাকাল বরবেশে ভক্তদের সামনে আবির্ভূত হলেন (Ujjain Mahakal Mandir)৷ সাজানো হল 300 কেজি ফুলের তৈরি বিশেষ টোপর দিয়ে ৷

Etv Bharat
বরবেশে বাবা মহাকাল

By

Published : Feb 19, 2023, 4:10 PM IST

উজ্জয়িনীর মহাকাল মন্দিরে শিবরাত্রির পুজো

উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), 19 ফেব্রুয়ারি:মহাশিবরাত্রি উপলক্ষে উজ্জয়িনীর ভগবান মহাকাল 9দিন ধরে বিভিন্ন রূপে তাঁর ভক্তদের কাছে আবির্ভূত হন (Baba Mahakal on Shivratri)৷ শিবরাত্রির বিশেষ দিনে তাঁর দর্শন পেতে ও আশীর্বাদ নিতে লক্ষাধিক ভক্ত উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভিড় জমান ৷ এই মহাশিবরাত্রিতে 21 লক্ষ প্রদীপ জ্বালিয়ে ইতিমধ্যেই গিনেস বুকে নাম তুলেছে মহাকাল মন্দির ৷ শনিবার শিবরাত্রিতে প্রায় 7 লক্ষ ভক্তের সমাগম হয় এখানে ৷

মহাকালের আরতি

উজ্জয়িনীর মহাকাল মন্দিরের বিশ্ব রেকর্ড: মহাশিবরাত্রি উপলক্ষে ভগবান মহাকালের মন্দির টানা 44 ঘণ্টা খোলা থাকে ৷ বছরে মাত্র একবারই এমনটা ঘটে ৷ যেদিন সকালে ভস্মারতি হয় না ৷ তার পরিবর্তে বেলা 12টা থেকে শুরু হয় ভস্মারতি ৷ চলে দুপুর 2টো পর্যন্ত ৷ এতে ভিআইপি বা যাদের একমাত্র অনুমতি আছে কেবল তারাই এই ভস্মারতি চলাকালীন প্রবেশ করতে পারেন ৷ এই ভস্মারতি দিয়েই শেষ হয় মহাশিবরাত্রি উৎসব ৷

ফুলের মালায় সেজেছে মহাকাল অনুচর নন্দীও

শিবরাত্রিতে 3 কুইন্টাল ফুলে সাজলেন মহাকাল: মহাশিবরাত্রিতে এই মহাকাল মন্দির একটানা 44 ঘণ্টা খোলা থাকে ৷ এই সময় বিভিন্ন রাজ্য থেকে আগত ভক্তরা মহাকালের দর্শন ও আশীর্বাদ প্রার্থনা করেন ৷ আজ 19 ফেব্রুয়ারি রবিবার ভগবানকে বরবেশে সাজাতে বিশেষ ফুলের ব্যবস্থা করা হয়েছে ৷ মহাকালের বর সাজতে প্রায় 3 কুইন্টাল ফুল লাগে এদিন (Baba Mahakal Decorated by 3 Quintals Flower on Shivratri) ৷ তাঁর জন্য ফুল দিয়ে একটি বিশেষ টোপর তৈরি করা হয়েছিল ৷ যেটিতে ছিল 100 কেজি আকন্দ ফুল, সওয়া লক্ষ বেলপাতা, 200 কেজি দেশি ফুল ৷ বেঙ্গালুরু, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে একচেটিয়া বিদেশি ফুল দিয়ে সাজানোর জন্য প্রতিবছর বেঙ্গালুরু থেকে 5জনেরও বেশি কারিগর আসে ৷ বেঙ্গালুরুর বাসিন্দা কৃষ্ণা রেড্ডি প্রতিবছর বিনামূল্যে দেশি ও বিদেশি ফুল দিয়ে মহাকালের দরবার সাজিয়ে দেন ৷ তিনি বিশ্বাস করেন যে, ভগবান মহাকালের আশীর্বাদ আছে বলেই তিনি এই সেবা করার সুযোগ পাচ্ছেন ৷

আরও পড়ুন : মহাকালেশ্বর মন্দিরে ভস্মারতি দেখার জন্য রাত 12টা থেকে লাইন দেন ভক্তরা

ABOUT THE AUTHOR

...view details