পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'হাত'ছাড়া রাজস্থানে বিজেপির মুখ্যমন্ত্রী কে ? চর্চায় তিন নাম - বসুন্ধরা রাজে সিন্ধিয়া

Rajasthan Chief Minister: রাজস্থানে বিজেপির ক্ষমতা দখলের পর কে হবেন মুখ্যমন্ত্রী ? চর্চায় রয়েছে তিনটি নাম ৷ কার পাল্লা ভারী ? দেখে নিন ৷

Baba Balaknath, Vasundhara Raje or Gajendra Singh Shekhawat
বালকনাথ যোগী, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, গজেন্দ্র সিং শেখাওয়াত

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 3:47 PM IST

Updated : Dec 3, 2023, 11:02 PM IST

জয়পুর, 3 ডিসেম্বর:সকালে পোস্টাল ব্যালট পরে ইভিএমের গণনার শুরু থেকে হিসেব-নিকেশ যা বলছিল, তাতে স্পষ্ট ছিল রাজস্থান এ বার 'হাত'ছাড়া হচ্ছে ৷ আর দিন শেষে সেই মরুরাজ্যে ক্ষমতা দখল করল বিজেপি ৷ তবে এই অবস্থায় সবার মনে একটাই প্রশ্ন, রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী তাহলে কে হবেন ? গেরুয়া শিবিরের তিন সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে নিয়ে চর্চা তুঙ্গে - তিজারা কেন্দ্র থেকে মহন্ত বালকনাথ যোগী, ঝালরাপাটন বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ।

39 বছর বয়সি বালকনাথ তিজারা আসন থেকে বিপুল ভোটে জিতেছেন । বালকনাথ আলওয়ার আসন থেকে বর্তমান লোকসভা সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জিতেন্দ্র সিংকে তিনি পরাজিত করেছিলেন । পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তাঁকে দলের মুখ হিসেবে দেখা হচ্ছে ।

অপরদিকে, রাজপরিবারের অন্তর্গত 70 বছর বয়সি বসুন্ধরা রাজে সিন্ধিয়া একজন অভিজ্ঞ প্রচারক এবং রাজ্যে দু'বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন । একজন চৌকস রাজনীতিবিদ এবং জননেত্রী হিসেবে পরিচিত বসুন্ধরাকে দুর্বল করে রেখেছিল দল ৷ তবে মরুরাজ্যে নির্বাচন ঘোষিত হওয়ার পর তাঁকে আবার সামনে থেকে লড়াই করতে দেখা গিয়েছে ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সব মিটমাট করে নেন ৷

মুম্বইয়ে জন্মগ্রহণকারী রাজে জনগণের সঙ্গে তাঁর সংযোগের জন্য পরিচিত এবং সর্বদা রাজস্থানে বিজেপির মুখ হিসাবে দেখা হয়েছে তাঁকেই । বসুন্ধরা 1985 সালে ঢোলপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজস্থান বিধানসভায় প্রথম নির্বাচিত হয়েছিলেন এবং তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি । এরপর তিনি ঝালরাপাটন আসন থেকে জয়ী হয়ে আসছেন ।

রাজে 1989 সালে ঝালাওয়ার আসন থেকে লোকসভায়ও নির্বাচিত হয়েছিলেন । তিনি একজন কার্যকর প্রশাসক এবং যুব মোর্চার সহ-সভাপতি ও রাজস্থান বিজেপির সহ-সভাপতি-সহ গেরুয়া শিবিরের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন । তিনি বিজেপির জাতীয় সহ-সভাপতিও ছিলেন এবং তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে অপর সম্ভাব্য মুখ হল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । 56 বছর বয়সি এই নেতা জয়সলমীরে জন্মেছেন তবে বর্তমানে তিনি যোধপুর কেন্দ্র থেকে লোকসভার সদস্য । তিনি অবশ্য রাজস্থান বিধানসভা নির্বাচনে লড়েননি । তাই শেখাওয়াতকে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী করা হলে, তাঁকে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হতে হবে । তবে এখনও পর্যন্ত যা খবর, জেপি নাড্ডার নেতৃত্বাধীন বিজেপি সম্ভবত বাবা বালকনাথকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে রাখছে ৷ বাকিটা বলবে সময় ৷

আরও পড়ুন:

  1. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
  2. মরু শহরে গেরুয়া ঝড়! দিকে দিকে বিজেপি কর্মীদের উল্লাস
  3. তিন রাজ্যেই মোদি 'ফ্যাক্টর', তেলেঙ্গানায় এবার 'হাত'! দেখুন সরাসরি
Last Updated : Dec 3, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details