বেঙ্গালুরু, 26 জুলাই : ইস্তফা দিচ্ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B. S. Yediyurappa) ৷ এদিন দুপুরের পর তিনি রাজভবনে যাবেন ৷
আজ দুপুর দু'টোর পর রাজ্যপাল থাভর চাঁদ গহলটের (Thawar Chand Gehlot) সঙ্গে দেখা করবেন ৷ দিল্লি থেকে ফিরে আসার পরে আগে থেকেই এদিন তাঁর রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা ছিল ৷
কর্নাটক সরকারের দু'বছর পূর্তিতে এদিন সাধনা সামিটে ইয়েদুরাপ্পা বলেন, "আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট । দলকে দাঁড় করাতে কঠোর পরিশ্রম করেছি । আরএসএসের প্রচারক থেকে শুরু করে আমার মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা যাত্রাপথটি সন্তোষজনকই ছিল । জনসংঘ থেকে আজ অবধি আমি কৃষক ও দলিতদের পাশে থেকেছি ৷" কর্নাটকের কৃষকদের সঙ্গে বৈঠকের সময় রাজনাথ সিং-ও তাঁর কাজের প্রশংসা করেছিলেন বলে জানান ইয়েদুরাপ্পা ।
আরও পড়ুন : B S Yediyurappa : মুখ্যমন্ত্রী পদে দু’বছর পূর্ণ করেই ইস্তফা দেবেন ইয়েদুরাপ্পা ?