বেঙ্গালুরু, 26 জুলাই : পদত্যাগ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B. S. Yediyurappa) ৷ এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি ৷ রাজভবনে পৌঁছনোর পর তিনি টুইট করে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে ধন্যবাদ-ও জানান ৷
প্রথমে জানা যায়, ইয়েদুরাপ্পা দুপুর দু'টোর পর রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দেবেন ৷ তবে তার আগেই সাড়ে বারোটা নাগাদ তিনি রাজভবনে পৌঁছে যান ৷ 12টা 35 মিনিট নাগাদ দেখা করেন রাজ্যপাল থাভর চাঁদ গেহলটের (Thawar Chand Gehlot) সঙ্গে ৷ রাজ্যপাল পৌনে দু'টো নাগাদ তাঁর ইস্তফা গ্রহণ করেন ৷
সাধারণত বিজেপিতে 75 বছর বয়স পেরিয়ে গেলে নেতাদের রাজনীতি থেকে অবসর নিতে হয় ৷ সেই জায়গায় ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রিত্ব বিরল ঘটনা । এই প্রসঙ্গে আবেগতাড়িত ইয়েদি বলেন, "এমনিতে 75 বছর বয়সীদের দলটি কোনও পদমর্যাদা দেওয়া হয় না ৷ তবে আমার কাজের জন্য নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং নাড্ডা আমাকে 79 বছর অবধি কাজের অনুমতি দিয়েছেন ।"