পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka HC on Azan লাউডস্পিকারে আজান মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন নয়, নির্দেশ আদালতের - কর্নাটক হাইকোর্ট

লাউডস্পিকারে আজান বাজলে তা অন্য ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগে আঘাত হানছে ৷ তাই এ যন্ত্রের মাধ্যমে আজান শোনানো বন্ধ করা হোক ৷ এই মর্মে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি (Karnataka HC on Azan) ৷

Azan Karnataka HC
আজান নিয়ে কর্নাটক হাইকোর্ট

By

Published : Aug 23, 2022, 3:54 PM IST

বেঙ্গালুরু, 23 অগস্ট: লাউডস্পিকারে 'আজান' শোনানো (মুসলিম সম্প্রদায়ের প্রার্থনা) মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না, মঙ্গলবার এমনই নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট ৷ মসজিদে লাউডস্পিকারে আজান বাজানোর নিষেধাজ্ঞা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত (Azan on loudspeakers not violate fundamental rights of people of other religions Karnataka HC) ৷

বেঙ্গালুরুর বাসিন্দা মঞ্জুনাথ এস হালাওয়ার লাউডস্পিকারে আজান বাজানো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ কর্নাটক হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ পিটিশনে বলা হয়েছিল, "আজান/আদান পড়াটা মুসলিমদের বাধ্যতামূলক ধর্মীয় আচার ৷ কিন্তু এর বিষয়বস্তু রাজ্যের অন্য ধর্মে বিশ্বাসীদের আঘাত করছে (mosques to stop playing azan on loudspeakers) ৷"

আদালত নির্দেশে জানিয়েছে, "সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা অনুযায়ী সহনীয়তা ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য ৷ সংবিধানের 25(1) ধারায় যে কোনও ব্যক্তির তাঁর ধর্মের রীতি আচার পালনের স্বাধীনতা রয়েছে ৷ এটা তাঁর মৌলিক অধিকার ৷" যদিও উপরে উল্লিখিত অধিকার সাধারণের জীবনযাপন, নৈতিক, স্বাস্থ্য এবং সংবিধানের পার্ট থ্রির শর্তাবলীর উপর নির্ভরশীল ৷ আদালত আরও জানায়, আজান মামলাকারী এবং অন্য ধর্মাবলম্বীদের মৌলিক অধিকারের নিশ্চয়তাকে লঙ্ঘন করছে, এই যুক্তি গ্রহণযোগ্য নয় ৷

আরও পড়ুন: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

যদিও প্রধান বিচারপতির বেঞ্চ শব্দ দূষণ এবং লাউডস্পিকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও দিয়েছে ৷ বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়, "লাউডস্পিকার, জনসাধারণের কাছে বক্তব্য পৌঁছনোর পদ্ধতি, শব্দ উৎপাদনকারী যন্ত্র এবং অন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো রাত 10টা থেকে ভোর 6টা মধ্যে ব্যবহার করা যাবে না ৷"

এ বছরের 17 জুন অন্য একটি ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, লাউডস্পিকার এবং পাবলিক অ্যাড্রেস সিস্টেমের অপব্যবহার রুখতে একটি প্রচার শুরু করুক ৷ কর্নাটকের সর্বোচ্চ আদালত 8 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে বলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details