বেঙ্গালুরু, 23 অগস্ট: লাউডস্পিকারে 'আজান' শোনানো (মুসলিম সম্প্রদায়ের প্রার্থনা) মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না, মঙ্গলবার এমনই নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট ৷ মসজিদে লাউডস্পিকারে আজান বাজানোর নিষেধাজ্ঞা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত (Azan on loudspeakers not violate fundamental rights of people of other religions Karnataka HC) ৷
বেঙ্গালুরুর বাসিন্দা মঞ্জুনাথ এস হালাওয়ার লাউডস্পিকারে আজান বাজানো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ৷ কর্নাটক হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ পিটিশনে বলা হয়েছিল, "আজান/আদান পড়াটা মুসলিমদের বাধ্যতামূলক ধর্মীয় আচার ৷ কিন্তু এর বিষয়বস্তু রাজ্যের অন্য ধর্মে বিশ্বাসীদের আঘাত করছে (mosques to stop playing azan on loudspeakers) ৷"
আদালত নির্দেশে জানিয়েছে, "সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা অনুযায়ী সহনীয়তা ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য ৷ সংবিধানের 25(1) ধারায় যে কোনও ব্যক্তির তাঁর ধর্মের রীতি আচার পালনের স্বাধীনতা রয়েছে ৷ এটা তাঁর মৌলিক অধিকার ৷" যদিও উপরে উল্লিখিত অধিকার সাধারণের জীবনযাপন, নৈতিক, স্বাস্থ্য এবং সংবিধানের পার্ট থ্রির শর্তাবলীর উপর নির্ভরশীল ৷ আদালত আরও জানায়, আজান মামলাকারী এবং অন্য ধর্মাবলম্বীদের মৌলিক অধিকারের নিশ্চয়তাকে লঙ্ঘন করছে, এই যুক্তি গ্রহণযোগ্য নয় ৷