অযোধ্য, 30 ডিসেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফর। দুপুর 12টা নাগাদ তিনি অযোধ্যায় পৌঁছবেন বলে জানা গিয়েছে। মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর এবং সদ্য সংস্কার হওয়া অযোধ্যা ধাম স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তবে আবহাওয়া নিয়ে আশঙ্কায় প্রশাসন। গত দু'দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে অযোধ্যা। আজও দুপুরের দিকে সেই পরিস্থিতি থাকলে মোদির বিমাণ অবতরণে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সফরসূচিতে কয়েকটি বদল আনতে হতে পারে। এখনও পর্যন্ত যা খবর তাতে অযোধ্যায় 3 থেকে 4 ঘণ্টা থাকবেন তিনি। তবে আবহাওয়া বাধা দিলে পরিস্থিতি অন্যরকম হতেই পারে। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি অযোধ্যা।
জেলা প্রশাসন জানিয়েছে,অযোধ্যায় এসে প্রধানমন্ত্রী প্রথমেই বিমানবন্দরের উদ্বোধন করবেন। এরপর লতা মঙ্গেশকরের নামাঙ্কিত চকে তাঁর যাওয়ার কথা। সেখান থেকে শুরু হবে রোডশো। তুলসি উদ্যান, শাস্ত্রি নগর, হনুমানগড় স্কোকার, শ্রীরাম হাসপাতাল, রামনগর তেহরি বাজার স্কোয়ার হয়ে অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এই স্টেশনের নাম আগে ছিল 'অযোধ্যা স্টেশন'। এখন নাম হয়েছে, 'অযোধ্যা ধাম স্টেশন।'