নয়াদিল্লি, 25 অক্টোবর: 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ঢাকে কাঠি পড়ার ঠিক আগেই খুলে যাবে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Temple) ৷ ওই বছর জানুয়ারিতেই ওই মন্দিরে স্থাপন করা হবে ভগবান শ্রীরামের মূর্তি ৷ মঙ্গলবার এই তথ্য দিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ৷
এদিন তিনি সংবাদসংস্থা পিটিআই-কে মন্দিরে শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠার দিনও জানিয়েছেন ৷ তাঁর কথায়, 2024 সালের জানুয়ারির মকর সংক্রান্তিতে মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷ তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যে মন্দির নির্মাণের 50 শতাংশ কাজ শেষ ৷ এখনও পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক ৷
প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয় 2020 সালের অগস্টে ৷ ওই বছর 5 অগস্ট মন্দিরের ভূমিপূজন হয় ৷ ভূমিপুজো করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ তার পর থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ ৷ এদিন চম্পত রাই জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে মন্দিরের একতলার অংশ তৈরি হয়ে যাবে ৷ 2024 এর 14 জানুয়ারির আশপাশের কোনও দিনে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে ৷