লখনউ, (উত্তর প্রদেশ), 15 অক্টোবর:অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরির স্বপ্ন ফেরিই প্রতিটি নির্বাচনে বিজেপির (BJP) অন্যতম হাতিয়ার ছিল এতদিন ৷ আদালতের রায়ে রাম মন্দির নির্মাণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়ে ৷ এবার তাই রাম মন্দির তৈরির কৃতিত্বকে পুঁজি করে নির্বাচনী ময়দানে নামতে পারে গেরুয়া শিবির ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদকের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে ৷
তিনি জানিয়েছেন, 2023 সালের ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির ৷ ওই সময় থেকেই সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মন্দিরে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, 2024 সালের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হবে ৷ ফলে তার কয়েক মাস আগে রাম মন্দির নির্মাণ হয়ে গেলে, তা প্রচারের কাজে অন্যতম হাতিয়ার হতে পারে বিজেপির ৷
আরও পড়ুন :PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা
কারণ, গত শতাব্দীর আটের দশকের শেষদিক থেকে মূলত রাম মন্দির নির্মাণের দাবি তুলে গোবলয়ে রাজনৈতিক ফায়দা তুলতে শুরু করে গেরুয়া শিবির ৷ তার পর সময় যত এগিয়েছে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে দেশজুড়ে সংগঠন প্রসারিত হয়েছে বিজেপির ৷ প্রতিটি নির্বাচনেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছেন দলের নেতারা ৷
এমনকী, গত 2019 সালের লোকসভা নির্বাচনেও সেই প্রতিশ্রুতি রক্ষার দাবি বিভিন্ন জনসভায় করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) থেকে গেরুয়া শিবিরের ছোট-বড়-মেজ-সেজ নেতারা ৷ কিন্তু আদালতের রায়ে রাম মন্দিরের নির্মাণের কাজ এখন শুরুও হয়ে গিয়েছে ৷ ফলে রাম মন্দির অস্ত্র বিজেপির হাতছাড়া হয়ে যেতে বসেছিল ৷ তবে মন্দির নির্মাণের কাজ ভোটের আগে শেষ হলে, তা নিয়ে নতুন করে গেরুয়া শিবির আসরে নামতে পারবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷