পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ayodhya Ram Mandir : 24-এর লোকসভা ভোটের মুখে ভক্তদের জন্য খুলবে রাম মন্দির - সুপ্রিম কোর্ট

2024 সালের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হবে ৷ তার কয়েক মাস আগে 2023 সালের ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক এমনটাই জানিয়েছেন ৷

ayodhya-ram-mandir-to-be-built-before-2024-lok-sabha-elections
http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/15-October-2021/13360734_902_13360734_1634269405185.png

By

Published : Oct 15, 2021, 11:51 AM IST

লখনউ, (উত্তর প্রদেশ), 15 অক্টোবর:অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরির স্বপ্ন ফেরিই প্রতিটি নির্বাচনে বিজেপির (BJP) অন্যতম হাতিয়ার ছিল এতদিন ৷ আদালতের রায়ে রাম মন্দির নির্মাণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়ে ৷ এবার তাই রাম মন্দির তৈরির কৃতিত্বকে পুঁজি করে নির্বাচনী ময়দানে নামতে পারে গেরুয়া শিবির ৷ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদকের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে ৷

তিনি জানিয়েছেন, 2023 সালের ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির ৷ ওই সময় থেকেই সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মন্দিরে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, 2024 সালের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হবে ৷ ফলে তার কয়েক মাস আগে রাম মন্দির নির্মাণ হয়ে গেলে, তা প্রচারের কাজে অন্যতম হাতিয়ার হতে পারে বিজেপির ৷

আরও পড়ুন :PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা

কারণ, গত শতাব্দীর আটের দশকের শেষদিক থেকে মূলত রাম মন্দির নির্মাণের দাবি তুলে গোবলয়ে রাজনৈতিক ফায়দা তুলতে শুরু করে গেরুয়া শিবির ৷ তার পর সময় যত এগিয়েছে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে দেশজুড়ে সংগঠন প্রসারিত হয়েছে বিজেপির ৷ প্রতিটি নির্বাচনেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছেন দলের নেতারা ৷

এমনকী, গত 2019 সালের লোকসভা নির্বাচনেও সেই প্রতিশ্রুতি রক্ষার দাবি বিভিন্ন জনসভায় করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) থেকে গেরুয়া শিবিরের ছোট-বড়-মেজ-সেজ নেতারা ৷ কিন্তু আদালতের রায়ে রাম মন্দিরের নির্মাণের কাজ এখন শুরুও হয়ে গিয়েছে ৷ ফলে রাম মন্দির অস্ত্র বিজেপির হাতছাড়া হয়ে যেতে বসেছিল ৷ তবে মন্দির নির্মাণের কাজ ভোটের আগে শেষ হলে, তা নিয়ে নতুন করে গেরুয়া শিবির আসরে নামতে পারবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

আরও পড়ুন :J&K Army-Terrorist Gunfight : পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সেনা জওয়ান, জখম বেশ কয়েকজন

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছেন, গত সেপ্টেম্বরে মন্দিরের ভিত তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছে ৷ আগামী 15 নভেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে ৷ তারপর মন্দিরের মেঝে তৈরি করা হবে ৷ কংক্রিটের কাজ রাতে করা হবে ৷ কারণ, রাতের দিকে তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে ৷ আর কংক্রিটের ভালো কাজ করার আদর্শ সময় 23 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ৷ তাঁর দাবি, আপাতত পরিকল্পনা রয়েছে যে 2023-এর ডিসেম্বরে ভগবান রামের মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে ৷ তার পরই সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের কয়েকমাস আগে মন্দির প্রতিষ্ঠা হলে, তার প্রভাব মানুষের মনে থেকে যাবে ৷ সেটাই কৌশলে ব্যবহার করবে বিজেপি ৷ তারা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে বলেই প্রচার করতে পারবে ৷ তাছাড়া মন্দিরের ভিতপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা পরিস্থিতির জেরে আর বেশি নেতারা উপস্থিত হতে পারেননি ৷

আরও পড়ুন :Aarohi Pandit : জাহাঙ্গির টাটার স্বপ্নের উড়ানে এবার আরোহী, ইতিহাস লেখার পথে ভারতের মেয়ে

2023-এর ডিসেম্বরে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে ৷ তখন মন্দির প্রতিষ্ঠার মোদি-সহ বিজেপির অধিকাংশ হেভিওয়েট নেতা উপস্থিত থাকতে পারবেন ৷ কার্যত সেখান থেকেই বিজেপির নির্বাচনী প্রচার শুরু হয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details