পশ্চিমবঙ্গ

west bengal

প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে

Ram Lala Pran Pratistha: রামমন্দিরের উদ্বোধন 22 জানুয়ারি ৷ তবে প্রস্তুতি-অনুষ্ঠান 17 জানুয়ারি থেকেই আরম্ভ হয়ে যাবে ৷ প্রাণ প্রতিষ্ঠার আগে ভগবান রামলালা 24 ঘণ্টা ঘুমিয়ে থাকবেন ৷ 96টি কলসিতে বিভিন্ন নদীর জল ভরে তা দিয়ে ভগবানকে স্নান করানো হবে ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 1:27 PM IST

Published : Jan 3, 2024, 1:27 PM IST

Updated : Jan 3, 2024, 2:02 PM IST

ETV Bharat
রামমন্দির উদ্বোধন

বারাণসী, 3 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ 22 জানুয়ারি উদ্বোধনের কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে 17 জানুয়ারি থেকে ৷ 22 জানুয়ারি এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে ৷ তাই 16 জানুয়ারি বিদ্বান-পণ্ডিতরা অযোধ্যায় পৌঁছে যাবেন ৷ 50 জন পণ্ডিতকে সঙ্গে নিয়ে পৌঁছবেন পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ৷ তাঁর সঙ্গে থাকবেন তাঁর পুত্রও ৷

রামমন্দিরে ভগবান রামলালার প্রতিষ্ঠার অনুষ্ঠান

ঠিক কীভাবে অযোধ্যায় অনুষ্ঠানের আয়োজন হবে ? এখন এবিষয়ে সবাই জানতে চায় ৷ 17 তারিখ থেকে আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন শুরু হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন 21 তারিখ ৷ এদিন ভগবান রামলালাকে ঘুম পাড়ানোর কাজ সম্পূর্ণ হবে ৷ একটি শিশুর মতোই ভগবানকে শোয়ানো হবে ৷ 24 ঘণ্টা ধরে গভীর ঘুমে থাকার পর 22 জানুয়ারি সকালে মন্ত্রোচ্চারণ, ঘণ্টার ধ্বনির মাধ্যমে ভগবান রামলালার ঘুম ভাঙানো হবে ৷ এরপর গর্ভগৃহে তাঁকে প্রতিষ্ঠা করার প্রক্রিয়া আরম্ভ হবে ৷ কীভাবে এই প্রাণ প্রতিষ্ঠা হবে, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের পুত্র পণ্ডিত সুনীল লক্ষ্মীকান্ত দীক্ষিত ৷

সুনীল লক্ষ্মীকান্ত দীক্ষিত জানিয়েছেন, এই অনুষ্ঠানে 50 জন পণ্ডিত যোগ দেবেন ৷ এখন থেকেই সেখানে প্রস্তুতি চলছে ৷ মন্দিরের গর্ভগৃহের প্রস্তুতিও চলছে ৷ 16 জানুয়ারির আগে থাকতেই রং প্রাণ প্রতিষ্ঠার সূচনা হবে ৷ প্রায়শ্চিত্ত সংস্কার সম্পন্ন হলে পর জল যাত্রা হবে ৷ এরপর 17 জানুয়ারি রামলালার মূর্তি পুরো অযোধ্যায় ঘোরানো হবে ৷ 18 জানুয়ারি দুপুর 1টা নাগাদ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সূচনা হবে ৷ ওই দিন গণেশ পূজা ও অন্য সব পুজোর মাধ্যমে সাধারণ প্রক্রিয়াগুলি অনুষ্ঠিত হবে ৷ মণ্ডপে বাকি সব দেবতাদের মূর্তিও প্রতিষ্ঠা করা হবে ৷ সব পণ্ডিতদের সম্মান জানানো হবে ৷ 19 জানুয়ারি সকাল 8টা থেকে 9টার মধ্যে অর্নি মন্থনের মাধ্যমে অগ্নি স্থাপন হবে ৷ প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত সব হোমযজ্ঞ হবে 9টি পুকুরে ৷

রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে সুনীল লক্ষ্মীকান্ত দীক্ষিত আরও জানিয়েছেন, 18 জানুয়ারি সন্ধ্যায় কুটির পরিক্রমা হবে ৷ এরপর ভগবানকে জলে বসিয়ে জলধিবাস পালিত হবে ৷ 19 জানুয়ারি সকালে যজ্ঞকুণ্ডে আগুন প্রজ্জ্বলনের মাধ্যমে নবগ্রহ হোম শুরু হবে ৷ এরপর প্রতিটি মণ্ডপে যতজন দেবতা আছেন, তাঁদের প্রত্যেকের জন্য হোম হবে ৷ পাশাপাশি তাঁদের প্রতিষ্ঠার প্রক্রিয়াও চলবে ৷ ওই দিন বিকেলেই ভগবান রামকে চালের মধ্যে রাখা হবে ৷ এই প্রক্রিয়াকে ধন অধিবাস বলা হয় ৷ এরপর ভগবান রামের জন্য নির্মিত প্রাসাদ অর্থাৎ ভব্য মন্দিরে বাস্তু শান্তি হবে ৷ 19 জানুয়ারি এই বাস্তু শান্তি হওয়ার কথা ৷ কোনও ব্যক্তি গৃহপ্রবেশ করলে যেমন পুজো হয়, এই পুজোটিও তেমনই ৷ বিভিন্ন নদী থেকে 81টি কলসি করে জল নিয়ে আসা হবে ৷ সেই জল দিয়ে পুরো মণ্ডপ ধুয়ে ফেলা হবে ৷

20 জানুয়ারি ভগবান রামলালার ঘৃত অধিবাস হবে ৷ অর্থাৎ রামলালাকে ঘি দিয়ে স্নান করানো হবে ৷ এছাড়াও ভগবান রামলালার পুষ্প অধিবাস, রত্ন অধিবাস হবে ৷ পুষ্প অধিবাসে ভগবান রামলালাকে নানাধরনের ফুলের মধ্যে এবং রত্ন অধিবাসে মূল্যবান রত্নের মধ্যে বিরাজ করবেন ভগবান রামলালা ৷ এছাড়া বিভিন্ন রকমের ফলের মধ্যে ভগবান রামের মূর্তি রেখে অনুষ্ঠান হবে ৷

তবে 20 জানুয়ারির পরের 2 দিন অর্থাৎ 21 ও 22 জানুয়ারি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে ৷ 21 জানুয়ারি শৌয্যা অধিবাস হবে ৷ এর আগে 96টি দিব্য কলসি এবং কিছু লৌকিক কলসির জলে এবং বেদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভগবান রামলালাকে দিব্য স্নান করানো হবে ৷ এরপর তাঁর দিব্যদৃষ্টি হবে ৷ ভগবান রামলালার নেত্র মিলন সংস্কার হবে এবং তাঁর সাঙ্কেতিক শোভাযাত্রাও ৷ 17 জানুয়ারি ভগবান রামলালা একবার অযোধ্যা ভ্রমণ করেছেন ৷ তাই এদিন আর বড় শোভাযাত্রা বের হবে না ৷ মন্দির প্রাঙ্গণেই ভগবান রামে শোভাযাত্রা হবে ৷ তাঁকে ঘোরানো হবে ৷ এরপর ভগবান রামলালাকে শয্যায় শোয়ানো হবে ৷ এখানেই ভগবানকে বিধি মেনে স্তাপিত করার কাজটি সম্পন্ন হবে ৷ এর পরের দিন 22 জানুয়ারি ভগবান রামলালাকে নিজের গর্ভগৃহে প্রবেশ করানো হবে ৷ এদিনই প্রাণ প্রতিষ্ঠা এবং হোমযজ্ঞের অনুষ্ঠান চলতে থাকবে ৷

আরও পড়ুন:

  1. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  3. ছত্তিশগড় থেকে রওনা হল 11 ট্রাক, মন্দির উদ্বোধনে প্রসাদের জন্য 300 মেট্রিক টন সুগন্ধী চাল যাচ্ছে অযোধ্যায়
Last Updated : Jan 3, 2024, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details