মোরবি (গুজরাত), 13 জানুয়ারি: 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ৷ এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে । তেমনই গুজরাতের মোরবি থেকে আমন্ত্রণ পত্র পেয়েছেন গুজরাতের 2 জন। একজন আরএসএস-এর পশ্চিম অঞ্চল সরসন্ধের প্রশাসক ডঃ জয়ন্তী রিশিয়া, এবং অপরজন অবসরপ্রাপ্ত ভানুবেন সোলাঙ্কি । সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর, ভানুবেন তাঁর গ্র্যাচুইটি ও জমানো অর্থ-সহ 27 লক্ষ টাকা দান করেছেন অযোধ্য়ার রাম মন্দির নির্মাণে ৷
82 বছরের ভানুবেন সোলাঙ্কি স্থানীয় একটি সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত নার্স ৷ 10 বছর আগে ভানুবেন তাঁর বোনের সঙ্গে অযোধ্যায় গিয়ে ছিলেন ৷ সেখানে একটি তাঁবুর মধ্যে ভগবান রামের মূর্তি পূজিত হতে দেখেন ৷ তা দেখেই তাঁদের মন কেঁদে ওঠে ৷ এরপরই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির নির্মাণে সাহয্য করার ৷ তবে ভানুবেনেপ বোন প্রয়াত হয়েছেন ৷ তাই মন্দির নির্মেণের কাজে 27 লক্ষ টাকা অনুদান করেছেন ভানুবেন সোলাঙ্কি একাই ৷ উপহারস্বরূপ রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।