অযোধ্যা, 4 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে ৷ সপ্তাহ দুয়েক পর 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ৷ প্রাণপ্রতিষ্ঠা হবে ভগবান রামলালার ৷ এর মধ্যে রাম মন্দিরের কিছু বিশেষত্ব তুলে ধরল মন্দির নির্মাণের দায়িত্বে থাকা শ্রী রাম জন্মভূমি তীরথ ক্ষেত্র ৷ চিরাচরিত নগর স্টাইল স্থাপত্যে তৈরি করা হয়েছে রামমন্দির ৷ একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতোই দেখতে ৷ একসঙ্গে 25 হাজার ভক্ত এখানে থাকতে পারবেন ৷ এই প্রথম রামমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ৷ এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, "অযোধ্যার জন্যই এআই নজরদারির পাইলট প্রজেক্ট লঞ্চ করা হল ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবস্থাপনা দেখে তারপর একে সুরক্ষায় নিয়মিত ব্যবহার করা হবে ৷" রইল কয়েকটি বিশেষত্ব:
1. মন্দিরটি চিরাচরিত নগর স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি ৷
2. পূর্ব-পশ্চিমে মন্দিরের দৈর্ঘ 380 ফুট ৷ প্রস্থে 250 ফুট এবং উচ্চতা 161 ফুট ৷
3. তিন তলা উঁচু রামমন্দিরের প্রতি তলা 20 ফুট উচ্চতার ৷ মোট 392টি স্তম্ভ আছে ৷ আছে 44টি দরজাও ৷
4. মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের শৈশবের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রথম তলে রয়েছে শ্রীরাম দরবার ৷
5. রামমন্দিরের হলে রয়েছে পাঁচটি মণ্ডপ । এগুলি হল নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ ৷
6. স্তম্ভ এবং দেওয়ালজুড়ে থাকছে দেব-দেবীর চিত্র ৷
7. মন্দিরের প্রবেশদ্বারটি রয়েছে পূর্ব দিকে ৷ 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করা যাবে ৷
8. বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ ও ঘোরাঘুরির জন্য লিফট থেকে শুরু করে ব়্যাম্পের বন্দোবস্ত থাকবে ৷
9. মন্দিরকে ঘিরে রয়েছে চার দেওয়ালের প্রাচীর ৷ এর নাম পারকোটা ৷ দৈর্ঘ 732 মিটার, 14 ফুট চওড়া ৷
10. মন্দির চত্বরের চারটি কোনায় চারটি মন্দির তৈরি করা হয়েছে ৷ এই মন্দিরগুলি ভগবান সূর্য, ভগবান ভগবতী, ভগবান গণেশ এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে ৷ উত্তর দিকে দেবী অন্নপূর্ণার মন্দির এবং দক্ষিণে ভগবান হনুমানের মন্দির আছে ৷