পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 1:18 PM IST

ETV Bharat / bharat

রামজন্ম ভূমি এখন সৌর শহর! 43টি পার্কে বসল সোলার ট্রি প্ল্যান্ট

সোলার ট্রি দিয়ে সাজানো হচ্ছে অযোধ্যা ৷ 8টি পার্কে আড়াই কিলোওয়াট সোলার ট্রি প্ল্যান্ট এবং 34টি পার্কে এক কিলোওয়াট সোলার ট্রি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সবমিলিয়ে 43টি সোলার ট্রি বসানো হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

অযোধ্যা, 4 জানুয়ারি:চলিত মাসের 22 তারিখউদ্বোধন হবে রাম মন্দিরের ৷ এদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ তার আগেই ঢেলে সাজানো হচ্ছে রামের জন্মভূমি অযোধ্যা ৷ শহরটিকে 'সোলার সিটি' হিসেবে গড়ে তোলার কথা অনেক আগেই জানিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে ৷ এবার থেকে 'সোলার ট্রি'-র সাদা ও স্নিগ্ধ আলোয় আলেকিত হবে শহরটি ৷

দেশের সবচেয়ে বড় রাজ্যে বিদ্যুৎ সরবারহ করে উত্তরপ্রদেশ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (ইউপিএনইডিএ) ৷ তবে 'সোলার ট্রি' প্ল্যান্ট চালু হওয়ায় এবার থেকে ইউপিএনইডিএ- বিদ্যুতের উপর নির্ভরতা অনেকটাই কমবে শহরবাসীর ৷ তবে এখানেই শেষ নয়, আরও পরীক্ষা-নীরিক্ষা চলছে শহরটির উন্নতির জন্য ৷

শহরের 52টি জায়গা বেছে নেওয়া হয়েছে: অযোধ্যার বড় রাস্তার মোড় থেকে শুরু করে বিভিন্ন ঘাট ও পার্কগুলিতে লাগানো হচ্ছে 'সোলার ট্রি'। বর্তমানে 34টি পার্কে এক কিলোওয়াট ক্ষমতার সোলার ট্রি এবং 8টি পার্কে আড়াই কিলোওয়াটের 43টি 'সোলার ট্রি' বসানো হয়েছে । এ ছাড়াও এক কিলোওয়াটের বেশকিছু 'সোলার ট্রি' বসবে আরও 6টি জায়গায় ৷ এবং 10টি জায়গায় আড়াই কিলোওয়াটেরও কয়েকটি 'সোলার ট্রি' বসানোর কাজ চলছে ৷ এভাবেই অযোধ্যার পার্কগুলিকে সৌরশক্তি দিয়ে আলোকিত করার চেষ্টা চলছে । আর এই জন্য নগরের 52টি স্থান নির্বাচন করা হয়েছে।

8টি জায়গায় আড়াই কিলোওয়াটের 'সৌর ট্রি' স্থাপন করা হয়েছে: ইউপিএনইডিএ-এর আধিকারিক প্রবীণ নাথ পান্ডে বলেন, "52টি জায়গায় 'সোলার ট্রি' বসানোর পরিকল্পনা ছিল। ইতিমধ্যে 34টি পার্কে এক কিলো ওয়াট ক্ষমতার সোলার ট্রি বসানো হয়েছে। বাকি 6টি জায়গায় কাজ চলছে । দ্রুত সম্পন্ন করা হবে । এ ছাড়া আরও 18টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে আগামিদিনে বসানো হবে সোলার ট্রি ৷ শহরের বিভিন্ন পার্কগুলির সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হচ্ছে 'সোলার ট্রি প্ল্যান্ট'। সোলার ট্রি-র পাতার নীচের দিকের অংশই হবে আলোর উৎস ৷ সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজে থেকেই জ্বলে উঠবে আলোগুলি ৷ এক কিলোওয়াট সোলার ট্রি লাইটের দাম আনুমানিক 2লাখ 82 হাজার টাকা। জানিয়েছেন ইউপিএনইডিএ-এর এক আধিকারিক প্রবীণ নাথ পান্ডে ৷

কোথায় কোথায় 'সোলার ট্রি' প্ল্যান্ট বসানো হয়েছে: এখনও পর্যন্ত শহরের সার্কিট হাউস, কমিশনার অফিস, সূর্যকুন্ড দর্শন নগর গেট, স্টেট ব্যাঙ্ক কলোনি, সুলতানপুর, কমিউনিটি সেন্টার পার্ক, সাহাবগঞ্জ ওয়ার্ড মোড়, বৈদিনগর, বলদেব অ্যাকাডেমি, পাম্পহাউস পার্ক, কৌশলপুরী ফেজ-1, যোগ সেন্টারের সামনে পার্ক, কৌশলপুরী ফেজ-1। নলকূপ পার্ক, বাহাদুরগঞ্জ ওয়ার্ড, রোহিণী কলোনি, শিব মন্দির পার্ক, আমানিগঞ্জ-সহ একাধিক এলাকায় এই 'সৌর ট্রি' বসানো হয়েছে এক কিলোওয়াটের ৷

এছাড়াও, শহরের লাল পার্ক, সাকেতপুরী, নবগ্রহ পার্ক সূর্যকুণ্ড, শ্রী রাম গেস্ট হাউসের কাছে অশ্বনীপুরম, সার্কিট হাউস পার্ক, যোগ ওয়ালা পার্ক অবধপুরি, অনুরাগ মিশ্রের বাড়ির সামনেরক এলাকা কৌশলপুরী পার্ক, এলআইজি । কৌশলপুরী, জেবি পুরম পার্ক, অবধপুরী পার্কে সোলার ট্রি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বাকি জায়গাগুলোতেও দ্রুত কাজ চলছে আড়াই কিলোওয়াট সোলার ট্রি প্ল্যান্ট বসানোর ৷

আরও পড়ুন:

  1. সামনের বছর 26 জানুয়ারি থেকে অযোধ্যার রামলালা মন্দির দর্শনে আমন্ত্রিত ভক্তরা
  2. এবার বঙ্গেও হবে রাম মন্দির, 22 জানুয়ারি সংকল্প পুজো অযোধ্যা পাহাড়ে
  3. অযোধ্যা সফরের মাঝেই হঠাৎ বস্তিতে প্রধানমন্ত্রীর কনভয়, চা চাইলেন মোদি !

ABOUT THE AUTHOR

...view details