অযোধ্যা, 19 অক্টোবর: মার্কশিট জালিয়াতি মামলায় 5 বছরের সাজা পেলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক প্রতাপ তিওয়ারি ওরফে খাব্বু । ভুয়ো মার্কশিট বানিয়ে তিনি কলেজে ভর্তি হন বলে অভিযোগ । 90-এর দশকে তা নিয়ে প্রতাপের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ । এত দিন ধরে সেই মামলা চলার পর সোমবার তাঁকে সাজা শোনাল আদালত ।
অযোধ্যার গোঁসাইগঞ্জের বিজেপি বিধায়ক প্রতাপ । সোমবার বিধায়ক-সাংসদ আদালত তাঁকে 5 বছরের সাজা শুনিয়েছে । সেই সঙ্গে 8 হাজার টাকার জরিমানাও করা হয়েছে । বিশেষ বিচারক পূজা সিং সাজা শোনানোর পর সোমবারই প্রতাপকে জেলে ঢোকানো হয়েছে ।
আরও পড়ুন:Babul Supriyo : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের
1992 সালে অযোধ্যার সাকেত ডিগ্রি কলেজের তৎকালীন অধ্যক্ষ যদুবংশ রাম ত্রিপাঠী রাম জন্মভূমি পুলিশ স্টেশনে প্রতাপের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেন । তাতে বলা হয়, 1990 সালে স্নাতকস্তরে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনুত্তীর্ণ হন প্রতাপ । কিন্তু ভুয়ো মার্কশিট তৈরি করে জমা দিয়ে পরের ক্লাসে ভর্তি হয়ে যান তিনি ।
তবে কলেজের অধ্যক্ষ মামলা দায়ের করলেও, প্রতাপের বিরুদ্ধে প্রথম চার্জশিট জমা পড়ে তার 13 বছর পর । শুধু তাই নয়, প্রতাপের বিরুদ্ধে প্রমাণ হিসেবে যে সমস্ত নথি জমা পড়েছিল, অদ্ভূত ভাবে তা-ও গায়েব হয়ে যায় । কোর্টে জমা নথিপত্রের ভিত্তিতেই শুনানি চলতে থাকে । এমনকি দীর্ঘ এই আইনি লড়াই চলাকালীন অভিযোগকারী প্রাক্তন ওই অধ্যক্ষেরও মৃত্যু হয় ।
আরও পড়ুন:Congress-BJP: মোদিকে ‘অঙ্গুঠাছাপ’ বলা উচিত হয়নি, বিতর্কে সাফাই কংগ্রেস নেতার, টুইট মুছল দল
তবে প্রতাপের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাকেত কলেজের তৎকালীন ডিন মহেন্দ্রকুমার আগরওয়াল এবং ঘটনার সঙ্গে অবগত অন্যরা । তার ভিত্তিতেই দোষী সাব্যস্ত হন বিজেপি বিধায়ক । সোমবার সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি । সেখান থেকেই সটান জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে । প্রতাপের দুই সহযোগী কৃপানিধান তিওয়ারি এবং ফুলচাঁদ যাদবকেও 5 বছরের সাজা শুনিয়েছে আদালত । তাঁরাও ভুয়ো মার্কশিট তৈরি করে কলেজে পড়াশোনা চালিয়ে গিয়েছেন বলে অভিযোগ ছিল ।
তবে শুধু মার্কশিট জালিয়াতির অভিযোগই নয়, অযোধ্যার ‘দবং’ নেতা হিসেবে পরিচিত প্রতাপের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগে প্রায় এক ডজন মামলা ঝুলছে ৷
আরও পড়ুন:Lakhimpur Kheri: লখিমপুর-কাণ্ডে গ্রেফতার আরও 4, উদ্ধার রিভলভার, বিজেপি কর্মী হত্যায় জেরা কৃষকদেরও