পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Axis Bank took over Citibank Business: সিটিব্যাংকের গ্রাহকদের টেনে ব্যবসা বাড়াল অ্য়াক্সিস

সিটিব্য়াংক (Consumer Business of Citibank) এবং এনবিএফসির (Consumer Business of NBFC) উপভোক্তা সংক্রান্ত ব্যবসা অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করল অ্য়াক্সিস ব্যাংক (Axis Bank took over Citibank Business) ৷ এর ফলে তাদের ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্য়া আরও 25 লক্ষ বাড়বে ৷

Axis Bank acquired consumer Business of Citibank in India
ফাইল ছবি

By

Published : Mar 1, 2023, 9:42 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ:সিটিব্য়াংক (Consumer Business of Citibank) এবং নন-ব্যাংকিং আর্থিক সংস্থা এনবিএফসি-র (Consumer Business of NBFC) উপভোক্তাদের সমস্ত ব্যবসা অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করল অ্য়াক্সিস ব্যাংক (Axis Bank) ৷ বুধবার তাদের পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে এই অধিগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছিল অ্য়াক্সিস ব্যাংক কর্তৃপক্ষ ৷ এই অধিগ্রহণের জন্য তাদের খরচ হয়েছে 11 হাজার 603 কোটি টাকা ৷ তবে, ভারতে সিটিব্যাংকের গ্রাহক হিসাবে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির ব্যবসা এই অধিগ্রহণের আওতাধীন নয় ৷

প্রসঙ্গত, ভারতে যে আর্থিক সংস্থাগুলি ক্রেডিট কার্ড ইস্যু করে, গ্রাহক সংখ্যার বিচারে অ্য়াক্সিস ব্য়াংক রয়েছে সেই তালিকার চার নম্বরে ৷ তাদের ক্রেডিট ব্যবহার করেন 86 লক্ষ ভারতীয় ৷ সদ্য শেষ হওয়া ব্যবসায়িক অধিগ্রহণের জেরে সেই সংখ্যা আরও 25 লক্ষ বাড়বে ৷ ফলে ক্রেডিট কার্ডের ব্যবসায় প্রথম তিন সংস্থার মধ্যে উঠে আসবে অ্য়াক্সিস ব্যাংক ৷

আরও পড়ুন:এই বিষয়গুলি মাথায় রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, লাভবান হবেন

উল্লেখ্য, গতবছরই সিটিব্যাংক এবং এনবিএফসির উপভোক্তাদের ব্যবসা অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ (Axis Bank took over Citibank Business) ৷ সূত্রের দাবি, ব্যবসার এই হাতবদলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তপূরণ করতে হয়েছে ৷ এই চুক্তির আওতায় সর্বোচ্চ 12 হাজার 325 কোটি টাকার সম্পদ কেনাবেচা করার অনুমোদন দেওয়া হয়েছে ৷

বিষয়টি নিয়ে অ্যাক্সিস ব্য়াংকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "আমরা আপনাদের সকলকে জানাতে চাই, সিটিব্যাংকের ভারতীয় উপভোক্তাদের ব্যবসা সিবিএনএর কাছ থেকে এবং এনবিএফসির উপভোক্তাদের ব্যবসা সিএফআইএলের কাছ থেকে কেনার প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি ৷ তবে এর জন্য আলাদা করে কোনও সম্পদমূল্য বরাদ্দ করা বা দায়বদ্ধতা গ্রহণ করা হয়নি ৷"

একইসঙ্গে, এই বিবৃতিতে জানানো হয়েছে, 2023 সালের 1 মার্চ পর্যন্ত করা হিসাবের ভিত্তিতে সংশ্লিষ্ট সম্পদের মোট আর্থিক পরিমাণ ধার্য করা হয়েছে 11 হাজার 603 কোটি টাকা ৷ অর্থাৎ ওই পরিমাণ টাকা খরচ করেই সিটিব্যাংক এবং এনবিএফসি-র ব্যবসা কিনে নিয়েছে অ্য়াক্সিস ব্যাংক কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details