নয়াদিল্লি, 4 এপ্রিল : করোনা মোকাবিলায় পঞ্চমুখী দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রের শীর্ষস্তরের আমলারা ৷ ছিলেন নীতি আয়োগের প্রতিনিধিরাও ৷ আলোচনার টেবিলে মোদি তাঁদের বলেন, করোনাকে বাগে আনতে পাঁচটি পর্যায়ে কাজ করতে হবে ৷ কী সেই পাঁচটি পর্যায় ? এগুলি হল, করোনা নির্ণয়ের পরীক্ষা, করোনা রোগীর সন্ধান, তাঁদের চিকিৎসা, কোভিডের উপযোগী আচরণ এবং টিকাকরণ ৷ প্রধানমন্ত্রীর আশা, এই বিষয়গুলি মেনে চললেই কাবু হবে ভয়ঙ্কর ভাইরাস ৷
এর পাশাপাশি, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করেত সপ্তাহব্যাপী একটি বিশেষ প্রচারপর্বও শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ যা শুরু হবে আগামী 6 এপ্রিল ৷ চলবে 14 এপ্রিল পর্যন্ত ৷ একইসঙ্গে, স্য়ানিটাইজেশনের বিষয়টিও সামগ্রিকভাবে নিশ্চিত করতে হবে ৷
গত 1 মার্চের রিপোর্ট বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দৈনিক করোনা সংক্রমণের গড় ছিল 10 থেকে 11 হাজার ৷ আর 1 মার্চ নতুন করে খোঁজ মিলেছিল 11 হাজার 563 জন কোভিড রোগীর ৷ ফেব্রুয়ারিতে করোনা রোগীদের দৈনিক মৃত্যুর গড় সংখ্যাও ছিল 100-এর নীচে ৷