পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিশুদের টিকা এলেই খোলা যাবে স্কুল, আশাবাদী এইমস প্রধান - এইমস প্রধান

বাচ্চাদের কোভিড টিকা দেওয়া হলেই স্কুল খুলবে ৷ ঘরবন্দি দশা কাটবে শিশুদের ৷ এমনই আশা প্রকাশ করেছেন দিল্লি এইমসের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া ৷

availability-of-covid-vaccine-for-kids-will-pave-way-for-school-reopening-aiims-chief
শিশুদের টিকা এলেই খোলা যাবে স্কুল, আশাবাদী এইমস প্রধান

By

Published : Jun 27, 2021, 7:20 PM IST

নয়াদিল্লি, 27 জুন:শিশুদের কোভিড টিকা এসে গেলে তা হবে সাফল্যের মাইলফলক ৷ এর ফলে স্কুলগুলি আবার খুলবে, বাচ্চারা ঘরের বাইরে বেরোতে পারবে ৷ আশা দিল্লি এইমসের প্রধান ডা. রণদীপ গুলেরিয়ার ৷ 2-18 বছর বয়সিদের জন্য ভারত বায়োটেকের তৈরি কোভ্য়াকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের তথ্য আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই হাতে চলে আসবে বলে জানিয়েছেন তিনি ৷

ওষুধ নিয়ন্ত্রকের অনুমোদন মিললেই বাচ্চাদের টিকার ব্যবহার শুরু হবে বলে মনে করছেন এইমসের প্রধান ৷ তাঁর কথায়, "যদি তার আগে ফাইজারের টিকা অনুমোদন পেয়ে যায়, তাহলে সেটাও শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা হতে পারে ৷"

সরকারের শীর্ষ এক আধিকারিক সূত্রে খবর, জাইডাস ক্যাডিলাও খুব শিগগিরই জরুরি ভিত্তিতে তাদের তৈরি টিকা জাইকভ-ডি ব্যবহারে অনুমোদন পেতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানাবে ৷ এই টিকা বাচ্চা ও বড় সবাইকেই দেওয়া যাবে বলে তাদের দাবি ৷ কাজেই এই টিকাও শিশুদের জন্য অপর বিকল্পের রাস্তা খুলে দেবে বলে আশা করছেন গুলেরিয়া ৷

আরও পড়ুন:গুজবে কান দেবেন না, নির্দ্বিধায় টিকা নিন ; আর্জি মোদির

কোভিডের কারণে গত দেড় বছরে শিশুদের পড়াশোনার খুবই ক্ষতি হয়েছে বলে দাবি করে গুলেরিয়া বলেছেন, "স্কুল খুলতেই হবে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টিকাকরণ ৷" শিশুদের উপর কোভিডের সংক্রমণের বিষয়ে পর্যালোচনার জন্য একটি জাতীয় বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন:ফের 50 হাজারের গণ্ডি পেরোলো দৈনিক আক্রান্ত

আজ মাসিক রেডিয়ো অনুষ্ঠান মন কি বাতেও টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি - বিজ্ঞানকে বিশ্বাস করুন ৷ আমাদের বিজ্ঞানীদের উপর বিশ্বাস রাখুন ৷ বহু মানুষ টিকা নিয়েছেন ৷ আমি দু‘টি ডোজই নিয়েছি ৷ আমার মায়ের বয়স প্রায় 100 বছর ৷ তিনিও দু‘টি ডোজই নিয়েছেন ৷ অনুগ্রহ করে টিকা সংক্রান্ত নেতিবাচক গুজবে কখনও বিশ্বাস করবেন না ৷"

ABOUT THE AUTHOR

...view details