নিউইর্য়ক, 13 অগস্ট: ভেন্টিলেশনে সলমন রুশদি । নিয়ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে বুকারজয়ী লেখককে ছুরি নিয়ে আক্রমণ করে এক ব্যক্তি (Salman Rushdie is in Ventiation) । রুশদির সঙ্গে পরিচয়ের অছিলায় কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 10 থেকে 15 বার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সে । সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে লেখকের চোখে গুরুতর আঘাত লেগেছে । শুধু তাই নয় একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা । পাশাপাশি তাঁর মুখ থেকে শুরু করে পেটের বিভিন্ন অংশেও গুরুতর চোট লেগেছে । লিভারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে কিছুটা আশার কথাও শুনিয়েছেন চিকিৎসকরা । তাঁরা মনে করেন রুশদির আঘাত গুরুতর হলেও নিরাময়যোগ্য ।
আক্রমণকারীকে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল । এবার তাঁর পরিচয় প্রকাশ্যে এল । জানা গেল হাদি মাতার নামে ওই ব্যক্তির বয়স 24 বছর । বাড়ি নিউজার্সিতে । তবে পুলিশের তরফে এর থেকে বেশি কোনও তথ্য দেওয়া হয়নি । তাছাড়া সে রুশদিকে আক্রমণই বা করল কেন তাও স্পষ্ট নয় ।
1988 সালে দ্য 'স্যাটানিক ভার্সেস' লিখে সাড়া ফেলে দিয়েছিলেন লেখক। তবে কিছু ধর্মীয় সংগঠন ভালোভাবে মেনে নিতে পারেনি তাঁর এই সাহিত্যকর্মকে । প্রায় নিয়ম করে তাঁর মাথার দাম ধার্য হত সে সময় । ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির হাত ধরেই শুরু হয় বিষয়টি । তারপর প্রতিবছরই মাথার দাম বেড়েছে রুশদির। সে যাই হোক, বিতর্ক যত বেড়েথে সাহিত্যকর্ম তাঁকে ঠিক ততটাই জনপ্রিয় করেছে বিশ্বের পাঠক-পাঠিকাদের মধ্যে।
রুশদির আক্রান্ত হওয়ার খবরে ভারাক্রান্ত বিশ্ব। সব মহল থেকেই প্রতিক্রিয়া ভেসে আসছে। প্রতিক্রিয়া দিয়েছেন তসলিমা নাসরিনও। একাধিক টুইটে ঘটনা সম্পর্কে নিজের তীব্র প্রতিবাদ তুলে ধরেছেন 'বিতর্কিত'র লেখিকা ।