নিউইয়র্ক, 12 অগস্ট:নিয়ইয়র্কের মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই ছুরিকাহত সলমন রুশদি ৷ বুকারজয়ী লেখককে আক্রমণকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শতকা ইনস্টিটিউশনে রুশদির উপর হামলা চালানো । ঘটনার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দ্য স্যাটানিক ভার্সেসের লেখককে (Author Salman Rushdie has been attacked) ৷
রুশদি ভাষণ দেওয়া শুরু করতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মঞ্চে উঠে পড়েন ৷ লেখকের সঙ্গে পরিচয়ের অছিলায় তাঁকে ছুরিকাঘাত শুরু করে । আঘাতের পরেই মাটিতে লুটিয়ে পড়েন জনপ্রিয় লেখক ৷ তারপরেই বিশেষ হেলিকপ্টারে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
1988 সাল ৷ সলমন রুশদির কলম থেকে বেরিয়েছিল দ্য স্যাটানিক ভার্সেস' ৷ তারপরেই বিভিন্ন ধর্মীয় সংগঠনের রোষের মুখে পড়েন তিনি ৷ পরের বছরেই ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি রুশদির মৃত্যুর ফতোয়া বা আদেশ জারি করেন । তাঁর মাথার দাম ধার্য হয় কয়েক লক্ষ মার্কিন ডলার ৷ খোমেইনি মারা গেলেও বছরের পর বছর জারি থেকেছে ফতোয়া, প্রতিবছর রুশদির মাথার দাম বেড়েছে ৷
আরও পড়ুন : চোখে গেঁথে ছ'ইঞ্চি ছুরি, ডাক্তারদের অসাধ্যসাধনে প্রাণ ফিরে পেলেন ব্যক্তি
ওই বইয়ের কারণেই নয়ের দশকে মিলানে রুশদির উপর হামলা চালানো হয়েছিল । ওই বছরেই টোকিয়োর একটি বিশ্ববিদ্যালয়ে বইটির জাপানি অনুবাদক হিতোসি ইগারাসিকেও ছুরি মেরে খুন করা হয় । যদিও তার কয়েকবছর পরে রুশদির মৃত্যুর ফতোয়া প্রত্যাহার করে নেওয়া হয় ৷ 1981-তে বুকার পেয়েছিল তাঁর লেখা উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ ।