ধরমশালা, 28 মার্চ:গাছে আটকে পড়া অস্ট্রিয়ান প্যারাগ্লাইডারকে নিরাপদে উদ্ধার করল ধরমশালা থানার পুলিশ এবং এসডিআরএফের দল (Austrian Paraglider Stuck On Tree) ৷ ঘটনাটি ঘটে সোমবার ধর্মশালার কাছে থাথার্নাতে ৷ যেখানে আটকে পড়েন অস্ট্রিয়ার রোশম্যান জেরাল্ড প্যারাগ্লাইডার পাইলট ৷ বিশ্ব বিখ্যাত প্যারাগ্লাইডিং সাইট বীর বিলিং থেকে উড়ান শুরু করেন তিনি বলে জানা গিয়েছে ৷ কিন্তু মাঝপথে ঘটে বিপত্তি ৷ প্যারাগ্লাইডিং করার সময় ধরমশালার থাথার্নায় পৌঁছে গাছে আটকে যাযন তিনি । পাইলট প্যারাগ্লাইডারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ যার কারণে তাঁকে ধরমশালার থাথার্নাতে ক্র্যাশ ল্যান্ডিং করতে হয় ।
অস্ট্রিয়ার প্যারাগ্লাইডারকে নিরাপদে উদ্ধার:বৈজনাথ জেলার কাংড়ার বীর বিলিং থেকে যাত্রা করে থাথার্নাতে আটকা পড়েন প্যারাগ্লাইডার ৷ আটকে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসএইচও সুরেন্দ্র ঠাকুরের নেতৃত্বে ধরমশালা পুলিশের একটি দল ঘটনাস্থলে চলে যায় এবং তারা এসডিআরএফকেও ঘটনা সম্পর্কে অবহিত করে । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় লোকজন অস্ট্রিয়ান প্যারাগ্লাইডারটিকে উদ্ধার করে ।