নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি : গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ানোর জেরে প্রাণ গিয়েছিল 42 জন চিনা সৈনিকের (australian newspaper cliams that china lost 42 soldiers in galwan valley clash, not 4) ৷ বৃহস্পতিবার অস্ট্রেলীয় সংবাদপত্র দ্য ক্ল্যাক্সন এই দাবি করেছে (Australian newspaper The Klaxon) ৷ স্বাভাবিক ভাবে তাদের এই দাবি ঘিরে হইচই পড়েছে ৷ তবে ভারতের তরফে এই নিয়ে এখনও কেউ কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷
2020-র 15 জুন এই সংঘর্ষ হয় (Galwan Valley clash) ৷ সেদিন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা পিএলএ-র সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল ৷ সেই সংঘর্ষে ভারতের 20 জন জওয়ান শহিদ হন ৷ চিনের দাবি ছিল যে তাদের পিপলস লিবারেশন আর্মির 4 জন মারা গিয়েছেন ৷ কিন্তু অস্ট্রেলিয়ার ওই সংবাদপত্রের প্রতিবেদনের পর সেই দাবিই এখন প্রশ্নের মুখে ৷
ওই সংবাদপত্রের দাবি, সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকজন গবেষকের সাহায্য নিয়ে তারা স্বাধীনভাবে বিষয়টি খতিয়ে দেখে ৷ তখনই আসল তথ্য সামনে আসে ৷ ওই প্রক্রিয়ায় জানা যায় যে এই সংঘর্ষ নিয়ে কোনওরকম আলোচনা না করতে বলা হয় চিনের তরফে ৷ বিশেষ করে প্রাণহানি নিয়ে কথা বলতে নিষেধ করা হয় ৷
ওই প্রতিবেদনে লেখা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর গালওয়ান নদীর উপর একটি সেতু তৈরি নিয়ে সেদিন দুই পক্ষের বিবাদ চরমে উঠেছিল ৷ ওই সেতু ভারতের তরফে তৈরি করা হয় ৷ যা চিনের না পসন্দ ছিল ৷ যদিও দুই পক্ষ উত্তেজনা কমাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাফার জোন তৈরির সিদ্ধান্ত নেয় ৷ তার পরও চিনের বিরুদ্ধে সেখানে অবৈধ কাঠামো তৈরি করা হয় ৷ সেই নিয়ে বিবাদ আরও বৃদ্ধি পায় ৷