রায়পুর, 31 জুলাই: উদার গণতান্ত্রিক পরিবেশ ও দেশের সংস্থাগুলিকে শক্তিশালী করার মধ্যেই মধ্যেই নিহিত রয়েছে ভারতের ভবিষ্যৎ ও আর্থিক বৃদ্ধির পথ ৷ সংখ্যাগুরুর অহংকারের পথে হাঁটলে আগামী দিনে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে ৷ রবিবার রায়পুরে পঞ্চম সর্বভারতীয় প্রফেশনাল কংগ্রেসের সম্মেলনে এই মন্তব্য করেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Former RBI Governor Raghuram Rajan) ৷
এদিন রাজন আরও বলেন, "দেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার কোনওরকম প্রচেষ্টা দেশে ভাঙন ধরাবে ৷" ভারতের অর্থিক উন্নয়নের জন্য কেন উদার গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন, এই শীর্ষক আলোচনা সভায় এদিন অংশ নেন রঘুরাম রাজন ৷