পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raghuram Rajan: সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার চেষ্টা দেশে ভাঙন ধরাবে, শঙ্কা প্রকাশ রাজনের - উদার গণতান্ত্রিক পরিবেশের পক্ষে সওয়াল রাজনের

দেশের আর্থিক উন্নয়নের স্বার্থে উদার গণতান্ত্রিক পরিবেশের পক্ষে সওয়াল করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (ormer RBI Governor Raghuram Rajan) ৷

ormer RBI Governor Raghuram Rajan
রঘুরাম রাজন

By

Published : Jul 31, 2022, 11:00 PM IST

রায়পুর, 31 জুলাই: উদার গণতান্ত্রিক পরিবেশ ও দেশের সংস্থাগুলিকে শক্তিশালী করার মধ্যেই মধ্যেই নিহিত রয়েছে ভারতের ভবিষ্যৎ ও আর্থিক বৃদ্ধির পথ ৷ সংখ্যাগুরুর অহংকারের পথে হাঁটলে আগামী দিনে শ্রীলঙ্কার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে ৷ রবিবার রায়পুরে পঞ্চম সর্বভারতীয় প্রফেশনাল কংগ্রেসের সম্মেলনে এই মন্তব্য করেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Former RBI Governor Raghuram Rajan) ৷

এদিন রাজন আরও বলেন, "দেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার কোনওরকম প্রচেষ্টা দেশে ভাঙন ধরাবে ৷" ভারতের অর্থিক উন্নয়নের জন্য কেন উদার গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন, এই শীর্ষক আলোচনা সভায় এদিন অংশ নেন রঘুরাম রাজন ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু কেরলে

এই অনুষ্ঠানে অংশ নিয়ে, দেশের আর্থিক প্রগতির জন্য উদার গণতান্ত্রিক পরিবেশের পক্ষে সওয়াল করেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ৷ বলেছেন, "যখন কোনও দেশ কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয় ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের চেষ্টা করে তখন সে দেশের উন্নতি রুদ্ধ হয় ৷" দেশের দুর্বল আর্থিক বৃদ্ধি প্রসঙ্গে রঘুরাম রাজন এদিন বলেন, '"আমরা যে পথে চলেছি, তাতে পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details