মুজফ্ফরপুর (বিহার), 9 এপ্রিল: কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের কনভয়ে হামলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে দেওরিয়া থানার অন্তর্গত বিশুনপুর সরিয়া চকের কাছে ৷ মতিহারির সরোতর থেকে পাটনায় ফিরছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ তবে, এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি ৷ শনিবার সন্ধ্যায় মতিহারি থেকে ফেরার পথে ওই যুবক একটি লাঠি নিয়ে কনভয়ের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন ৷ কিন্তু, কনভয়ের সামনে নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকায় মন্ত্রীর বা তাঁর গাড়িতে কোনও ক্ষতি হয়নি ৷
তবে, স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে ৷ কনভয়ের সামনের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করেছিলেন ওই যুবক ৷ যে ঘটনায় কনভয়ের দু’টি গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে খবর ৷ তবে, পুলিশের তরফে এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷ এমনকী মন্ত্রীর কনভয়ের গাড়ির কাচ ভাঙার বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে, প্রশ্ন উঠছে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে অতর্কিতে কীভাবে কেউ হামলা চালাতে পারে ? মন্ত্রীর কনভয়ের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কি তাহলে সেভাবে ছিল না ?