মোহালি, 3 অক্টোবর: পঞ্জাবি সঙ্গীত শিল্পী আলফাজ তথা আমনজোৎ সিং পানওয়ারকে (Amanjot Singh Panwar) গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল (Attack on Punjabi Singer Alfaaz in Mohali) ৷ তিনি বর্তমানে মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার এই ঘটনাটি ঘটেছে ৷ তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷
রবিবার রাতে তাঁর সহকর্মী এক গায়ক জানিয়েছেন, আলফাজ বর্তমানে বিপদমুক্ত রয়েছেন ৷ পঞ্জাবি গায়ক তথা ব়্যাপার হানি সিং (Honey Singh) সোশাল মিডিয়ায় আলফাজের হাসপাতালে ভর্তির একটি ছবি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি অভিযোগ করেছেন, আলফাজের উপর হামলা চালানো হয়েছে ৷ মাত্র কয়েকমাস আগে খুন হন আরেক পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা । তদন্তে নেমে পুলিশ জানতে পেরে দীর্ঘ পরিকল্পনার পর তাঁকে হত্যা করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে । এর কিছুদিনের মধ্যেই আক্রান্ত হলেন আরেক পাঞ্জাবি গায়ক ।
পুলিশ সূত্রে খবর, মোহালির পাল ধাবা থেকে তিন বন্ধুর সঙ্গে বেরচ্ছিলেন আলফাজ ৷ সেখানেই ভিকি নামে এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয় ৷ ওই যুবক ধাবার প্রাক্তন কর্মচারী ৷ তিনি সেখানে ওই ধাবার মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ জানা গিয়েছে, ভিকি সেখানে আলফাজকে দেখতে পেয়ে দাঁড় করিয়ে দেন এবং ধাবার মালিকের সঙ্গে কথা বলে তাঁর বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করতে বলেন ৷ কিন্তু, আলফাজ ভিকি এবং তাঁর প্রাক্তন মালিকের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন ৷