পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Andhra Minister House Set on Fire : জেলার নাম বদলের প্রতিবাদ, অন্ধ্রের মন্ত্রীর বাড়িতে আগুন - clash in Amalapuram of andhra pradesh

নবগঠিত কোনাসীমা জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল উন্মত্ত জনতা (Andhra minister's house Set on Fire) ৷

Andhra Minister House
অন্ধ্রের মন্ত্রীর বাড়িতে আগুন

By

Published : May 24, 2022, 9:11 PM IST

Updated : May 24, 2022, 10:09 PM IST

হায়দরাবাদ, 24 মে : জেলার নাম পরিবর্তন বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে উঠল অন্ধ্রপ্রদেশের অমলাপুরম ৷ অন্ধ্রের পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাড়ি আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা (Andhra minister's house Set on Fire) ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় দু'টি বাসেও ৷ পুলিশের উপরেও হামলা চালানো হয় ৷ এই বিক্ষোভকারীদের হামলায় কমপক্ষে 20 জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পোন্নাদা সতীশ নামে এক বিধায়কের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ৷

গত 4 এপ্রিল পূর্ব গোদাবরী জেলা ভেঙে তৈরি হয় অন্ধ্রের নতুন জেলা কোনাসীমা ৷ সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এই জেলার নাম পালটে বিআর আম্বেদকর কোনাসীমা রাখা হবে ৷ গত সপ্তাহে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় রাজ্যের তরফে ৷ এর থেকেই ঘটনার সূত্রপাত ৷ কোনাসীমা সাধনা সমিতি (কেএসএস) নামে একটি সংগঠনের নেতৃত্বে এই নাম বদলের প্রতিবাদ শুরু করেন সেখানকার বাসিন্দারা ৷ মঙ্গলবার এই সংগঠনের তরফেই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ৷

মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল উন্মত্ত জনতা

আরও পড়ুন : অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করে আপের 'মান' বাঁচালেন ভগবন্ত

বিক্ষোভকারীরা অমলাপুরম শহরের ক্লক টাওয়ার সেন্টারে এদিন প্রথমে জমায়েত হন ৷ সেখান থেকে হঠাৎই উত্তেজনা ছড়াতে শুরু করে ৷ যা ক্রমে অগ্নিগর্ভ আকার ধারণ করে ৷ বিক্ষোভকারীরা মন্ত্রীর বাড়ি ও অন্যান্য গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ মন্ত্রীর বাড়িতে এদিন আগুন লাগানো হলেও তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনতে সফল হয় পুলিশ ৷ অন্ধ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তানেটি ভনিথা এই ঘটনার জন্য বিরোধী রাজনৈতিক দল ও সমাজবিরোধীদের দায়ী করেছেন ৷

Last Updated : May 24, 2022, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details