পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা ! - দেবাংশু ভট্টাচার্য

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) গড়ে আক্রান্ত হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কনভয় ৷ আর এবার বিজেপি শাসিত রাজ্য়ে গিয়ে আক্রমণের শিকার হল সেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়েরই গাড়ি ৷ আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চলন্ত গাড়ির কাচে আছড়ে পড়ল লাঠির ঘা ৷ সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ সমস্ত বাধা পেরিয়েই পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে ৷ এমনকী, মাঝ পথে কনভয় থামিয়ে হাইস্কুলের পড়ুয়াদের বুঝিয়ে-সুজিয়ে অবরোধ তুলতেও দেখা যায় তৃণমূলের এই তরুণ তুর্কীকে ৷ একইসঙ্গে শুনতে হয় বিজেপি কর্মীদের ‘গো-ব্য়াক’ স্লোগান ৷

Abhishek Banerjee's car under attack in Tipura
Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

By

Published : Aug 2, 2021, 2:54 PM IST

Updated : Aug 2, 2021, 4:23 PM IST

আগরতলা, 2 অগস্ট :এ কি তবে নাড্ডার কনভয়ে হামলারই প্রতিশোধ ? সেই কারণেই কি ত্রিপুরার মাটিতে পা রাখতেই আক্রমণের মুখে পড়তে হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee) ? পূর্ব ঘোষণা মাফিক সোমবারই বিমানে কলকাতা থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাঁকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীদের উৎসাহ যেমন ছিল, তেমনই ছিল বিজেপি কর্মীদের বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান ৷ সেসব পাশ কাটিয়েই হু হু করে ছুটছিল অভিষেকের এসইউভি ৷ ঠিক তখনই গাড়ির সামনের কাচে আছড়ে পড়ে লাঠির ঘা ৷ পরে সেই ছবি নিজের টুইটার হ্য়ান্ডেলে পোস্টও করেন অভিষেক ৷ প্রশ্ন তোলেন বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্র নিয়ে !

আরও পড়ুন :Abhishek Banerjee : ত্রিপুরায় অভিষেক, আগরতলায় ছেঁড়া হল ফ্লেক্স

2023 সালে ভোট রয়েছে ত্রিপুরা বিধানসভার ৷ চব্বিশের মহারণের (লোকসভা নির্বাচন) আগে উত্তর-পূর্বের এই রাজ্যকেই পাখির চোখ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) নেতারা ৷ গেরুয়া রাজ্য়ে ঘাসফুল ফোটাতে চেষ্টায় কোনও খামতি রাখছেন না ‘দিদি’র দূতরা ৷ অভিষেকের এদিনের সফরও সেই কর্মসূচিরই অঙ্গ ৷ তবে ত্রিপুরা নিয়ে তৃণমূলের এই অতিসক্রিয়তা ভাল চোখে দেখছে না বিজেপি ৷ তাই অভিষেকের সফর যে নির্ভেজাল নিরামিষ হবে না, সেই অনুমান আগেই ছিল ৷ দিন যত গড়াল, সেই আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হল ৷

অভিষেকের সফর উপলক্ষে আগরতলাকে দলীয় পতাকা, ব্য়ানার, ফেস্টুনে সাজিয়েছিলেন তৃণমূল কর্মীরা ৷ অভিযোগ, বহু জায়গায় সেসব ছিঁড়ে ফেলে দেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ এমনকী, একটা সময় পতাকা লাগানো নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা ৷ আগরতলায় এই ঘটনা যখন ঘটছে, তখন সেখানে উপস্থিত ছিলেন ‘খেলা হবে’র স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) ও তাঁর দলীয় সহকর্মীরা ৷ অভিষেকের সফরের আগে মূলত জমি তৈরি করার জন্যই তাঁদের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পাঠিয়েছে দল ৷

অভিষেকের কনভয় বিমানবন্দর ছেড়ে বেরোতেই রাস্তার দু’ধারে চোখে পড়ে বিজেপি কর্মীদের সমবেত বিক্ষোভ ৷ জোর গলায় ওঠে ‘গো ব্যাক’ স্লোগান ৷ পাল্টা ‘খেলা হবে’র সুর ভাঁজেন তৃণমূলের সদস্যরাও ৷ এরই মধ্যে অভিষেকের গাড়ির কাচে সজোরে লাঠির ঘা মারেন এক বিক্ষোভকারী ৷ তবে তাতে গাড়ির কাচে চিড় ধরে ৷ তবে সওয়ারিদের কোনও ক্ষতি হয়নি ৷ এই দৃশ্য ক্য়ামেরাবন্দি করে পরে তা টুইটারে পোস্ট করেন অভিষেক ৷ তাঁর বার্তা, বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের কী হাল, তা এই ঘটনা থেকেই স্পষ্ট !

ত্রিপুরেশ্বরীতে পুজো দিয়ে যাত্রা শুরু, বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

এরপর ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আবারও বাধার মুখে পড়তে হয় অভিষেককে ৷ কমলাসাগর পূর্ব বিধানসভা এলাকায় থামাতে হয় তাঁর কনভয় ৷ আসলে সেই সময় রাস্তায় একটি বিক্ষোভ চলছিল ৷ বিক্ষোভকারীরা সকলেই স্কুলপড়ুয়া ৷ প্রধান শিক্ষকের বদলির দাবিতে পথে নেমেছিল তারা ৷ অভিষেক সরাসরি তাদের সঙ্গে কথা বলেন ৷ তিনি বোঝানোর পর রাস্তায় ছেড়ে দেয় পড়ুয়ারা ৷ এরপর ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে পুজো দেন অভিষেক ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘যাঁরা ক’দিন আগেই বলছিলেন অতিথি দেব ভব ! তাঁদের অতিথিপরায়ণতা কেমন, তা তো দেখলামই ৷ ত্রিপুরার মানুষই এর বিচার করবেন ৷ ওঁরা (বিজেপি) বাংলায় গিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলেন ৷ আগে ত্রিপুরায় গণতন্ত্রের উদাহরণ দেখে যান !’’

আরও পড়ুন :Tripura TMC : তেইশে ত্রিপুরা জয়ই লক্ষ্য তৃণমূলের, নজরে মহিলা-যুব ভোট

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) ৷ সেই সময় অভিষেকের সংসদ এলাকা ডায়মন্ড হারবারের শিরোকোলের কাছে হামলার মুখে পড়ে তাঁর কনভয় ৷ তা নিয়ে জলঘোলা হয় বিস্তর ৷ আর এবার সেই বিজেপিরই গড়ে গিয়ে প্রায় একইরকম আক্রমণের শিকার হতে হল অভিষেককে ৷ তবে কি এদিনের ঘটনা সেদিনের সেই হামলারই প্রতিশোধ ?

Last Updated : Aug 2, 2021, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details