নয়াদিল্লি, 1 জানুয়ারি : আজ, 2022-এর প্রথম দিন থেকে বৃদ্ধি পেল এটিএম থেকে লেনদেনের সার্ভিস চার্জ (atm service charge increase from today) ৷ এতদিন নির্ধারিত সীমার থেকে বেশি লেনদেন এটিএমের মাধ্যমে করা হলে 20 টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হত ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা অনুসারে তা হয়ে গেল 21 টাকা ৷ অর্থাৎ এক টাকা করে বেড়ে গেল ওই সার্ভিস চার্জ ৷ এই নির্দেশিকা টাকা তোলা ও জমা এবং অন্যান্য ব্যবহারের ক্ষেত্রেও চার্জ দিতে হবে ৷
প্রতিমাসে আগের মতো গ্রাহকরা এটিএম থেকে পাঁচটি করে বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন ৷ তার মধ্যে টাকা তোলা ও জমা দেওয়া এবং অন্যান্য পরিষেবাও ওই পাঁচটির মধ্যেই পড়ছে ৷ আগের মতো মেট্রো শহরে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনটি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা ৷ অন্যত্র পাঁচটি পাওয়া যাবে ৷