পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Landslide in Nirsa : ধানবাদে বেআইনি কয়লা খনিতে ধস, বাংলার 40 জনের চাপা পড়ার আশঙ্কা - atleast 40 people feared trapped after a illegal coal mine collapse in dhanbad

নিরসায় ভূমিধসে চাপা পড়েছেন কমপক্ষে 40 জন শ্রমিক ৷ যাদের মধ্যে বেশিরভাগের বাড়ি পুরুলিয়ায় ৷ জানা গিয়েছে, অবৈধ খননের ফলেই এই ধস নেমেছে ৷ গ্রামবাসীদের ক্ষোভ, একাধিকবার ধসের আশঙ্কার কথা জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি (40 people feared trapped after illegal coal mine collapse in Dhanbad) ৷

Landslide
বাংলার শ্রমিকদের চাপা পড়ার আশঙ্কা

By

Published : Apr 21, 2022, 3:21 PM IST

Updated : Apr 21, 2022, 5:27 PM IST

ধানবাদ, 21 এপ্রিল :ধানবাদের নিরসায় বেআইনি কয়লাখনিতে নামল ভয়াবহ ধস ৷ স্থানীয় সূত্রে খবর, ধসে চাপা পড়েছেন কমপক্ষে 40 জন শ্রমিক ৷ সেখানকার প্রায় প্রত্যেক শ্রমিকই পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ৷ বৃহস্পতিবার সকালে চিরকুণ্ডা থানার ডুমরিজোড়ে প্রায় 50 থেকে 100 মিটার গভীর ভূমিধস নামে । তাতেই চাপা পড়ে যান শ্রমিকরা ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অবৈধ খননের জন্যই এই ধস নেমেছে (40 people feared trapped after illegal coal mine collapse in Dhanbad) ৷

কয়েকমাস আগেও নিসার গোপীনাথপুরে ধসে চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল । ধানবাদ জেলা প্রশাসন থেকে শুরু করে ঝাড়খণ্ড সরকার পর্যন্ত ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসেছিল ৷ কিন্তু কয়েকমাসের মধ্যেই ফের একই ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন : ভিওয়ানিতে ধস, মৃত অন্তত 1; নিখোঁজ বহু

গ্রামবাসীরা বলছেন, এই বেআইনি খনির কথা জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার, সবাইকেই জানানো হয়েছিল । তারপরও কোনও ব্যবস্থা না নেওয়ায় অবৈধ কয়লা ব্যবসায়ীরা খননের কাজ চালু রেখেছিল ৷ যার জেরেই এদিনের দূর্ঘটনা ৷

Last Updated : Apr 21, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details