প্রয়াগরাজ, 27 মার্চ: উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত (Umesh Pal murder accused) গ্যাংস্টার আতিক আহমেদকে (Gangster Atiq Ahmed) রবিবার প্রয়াগরাজে নিয়ে আসে উত্তরপ্রদেশ পুলিশ । এদিন সবরমতি কেন্দ্রীয় কারাগার (Sabarmati Jail) থেকে বেরিয়ে আসার সময় আতিক আহমেদ বিস্ফোরক অভিযোগ করে ৷ তার দাবি, পুলিশ তাকে আদালতে হাজিরার জন্য প্রয়াগরাজে নিয়ে যাওয়ার অজুহাতে পথে মেরে ফেলতে পারে ।
উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদের এনকাউন্টারে নিজের হত্যার বিষয়ে উদ্বেগের মধ্যেই পুলিশ গুজরাত জেলে গ্যাংস্টারকে হেফাজতে নিয়েছে ৷ তারা তাকে প্রয়াগরাজে নিয়ে যাচ্ছিল । আহমেদাবাদের সবরমতি জেল থেকে যাওয়ার পথে আতিক আহমেদকে নিয়ে আসা পুলিশ কনভয় সোমবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে কিছুক্ষণের জন্য থামে । অভিযুক্ত গ্যাংস্টারকে প্রয়াগরাজ আদালতে হাজির করা হবে ৷ আদালত একটি অপহরণ মামলার রায় ঘোষণা করতে চলেছে যেখানে মঙ্গলবার উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযুক্তও জড়িত । এই অপহরণের মামলায় আতিকের ভাইও জড়িত রয়েছে ৷