প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 28 মার্চ: উমেশ পাল অপহরণ মামলায় আতিক আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি আদালত (Atiq Ahmed Life Imprisonment) ৷ মঙ্গলবার আদালত আতিককে এই সাজা দেওয়ার পাশাপাশি 5 হাজার টাকা জরিমানাও করেছে ৷ গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া আতিক এই প্রথম কোনও মামলায় দোষী সাব্যস্ত হলেন ৷
এই মামলায় আতিক আহমেদের ভাই খালিদ আজিম ওরফে আশরাফ-সহ ছয়জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে । বিশেষ এমপি-এমএলএ আদালতের বিচারক দীনেশ চন্দ্র শুক্লা এই মামলায় আতিক আহমেদ ছাড়াও আইনজীবী শৌলত হানিফ ও দীনেশ পাসি নামে দু’জনকে দোষী সাব্যস্ত করেছেন বলে সরকারি আইনজীবী গুলাব চন্দ্র অগ্রহারি জানিয়েছেন ।
উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) গত মাসে সমাজবাদী পার্টির বিরুদ্ধে আতিক আহমেদের মতো মাফিয়াদের কাজে মদত দেওয়ার অভিযোগ করেছিলেন ৷ পাশাপাশি আতিকের মতো মাফিয়াদের মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন৷ যা নিয়ে ব্য়াপক বিতর্ক হয়েছিল ৷ কারণ, উত্তরপ্রদেশে অভিযুক্তদের এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ৷ আতিকেরও সেই পরিণতি হবে কি না, অনেকে প্রশ্ন তুলেছিলেন ৷
প্রসঙ্গত, 2005 সালের 25 জানুয়ারি বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ সেই সময় উত্তরপ্রদেশে জেলা পঞ্চায়েত সদস্য ছিলেন উমেশ পাল ৷ তিনি ওই হত্য়ার সাক্ষী বলে পুলিশকে জানিয়েছিলেন ৷ অভিযোগ, তাঁকে সাক্ষ্যদান থেকে সরে আসার জন্য বহুবার চাপ দেওয়া হয় ৷ কিন্তু তিনি রাজি হননি৷ 2006 সালের 28 ফেব্রুয়ারি বন্দুকের ভয় দেখিয়ে তাঁকে অপহরণ করা হয় ৷ এই নিয়ে 2007 সালের 5 জুলাই আতিক আহমেদ, তাঁর ভাই ও অন্যদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ তদন্তের পর পুলিশ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের মধ্যে একজনের মৃত্য হয়েছে ৷
সেই সময় উমেশ পালের কিছু না হলেও তাঁকে গত 24 ফেব্রুয়ারি খুন করা হয় (Umesh Pal Murder Case) ৷ অভিযোগ, জেলে বসেই আতিক ও আশরাফ এই খুনের চক্রান্ত করেছিল ৷ এই নিয়ে আতিকের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেন উমেশের স্ত্রী ৷ উল্লেখ্য, উমেশের মৃত্যুর পরই মাফিয়াদের মাটিতে মিলিয়ে দেওয়ার কথা বলেছিলেন যোগী আদিত্যনাথ ৷ আর আতিফ যেহেতু একসময় সমাজবাদী পার্টির সাংসদ ছিলেন, তাই মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগে যোগী বিদ্ধ করেছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদবকে (SP Chief Akhilesh Yadav) ৷
আরও পড়ুন:উমেশ অপহরণে দোষী আতিক, রক্ষাকবচের আর্জি শুনলই না শীর্ষ আদালত