কৃষ্ণগিরি (তামিলনাড়ু), 8 অক্টোবর:আথিপল্লিতে আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 14 ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৷ তিনি জানান, অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারপিছু 3 লাখ টাকা, গুরুতর আহতদের প্রত্যেককে এক লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ।
কৃষ্ণগিরি জেলার হোসুর তামিলনাড়ু রাজ্য সীমানার পাশের অবস্থিত ৷ এই এলাকা কর্ণাটক রাজ্যের জুজুভাড়ি এবং আথিপল্লি চেকপোস্ট থেকে কয়েক মিটার দূরে । এই চেকপোস্টের কাছে একটি বেসরকারি আতশবাজির দোকান ছিল ৷ আসন্ন দীপাবলি উপলক্ষে আতশবাজি দোকানের মালিক কাছাকাছি আরও দুটি দোকান খোলেন । আরুর, কল্লাক্কুরিচি এবং ভানিয়াম্পাড়ির বাসিন্দা 30 জনেরও বেশি যুবক এই দোকানগুলিতে কাজ করেন ।
মনে করা হচ্ছে, আতশবাজি আমদানি করার সময় শনিবার কন্টেইনার লরিটিতে হঠাৎই আগুন ধরে যায় । আতশবাজিতে আগুন লাগায় তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আথিপল্লি দমকল বিভাগকে । খবর পেয়ে দমকল বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।