পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bengaluru blast : বেঙ্গালুরুর গোডাউনে বিস্ফোরণ, মৃত 2

স্থানীয়রা জানাচ্ছে বেলা 12টা নাগাদ একটা বিকট আওয়াজ হয় ৷ তারপরই বোঝা যায় সেটি বিস্ফোরণের শব্দ ৷ বিস্ফোরণের তীব্রতা গোডাউন থেকে প্রায় 100 মিটার পর্যন্ত পৌঁছায় ৷ গোডাউনের কাছাকাছি থাকা সাতটি বাড়ি, বেশ কয়েকটি দোকান ও বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

বেঙ্গালুরুর একটি গোডাউনে বিস্ফোরণ
বেঙ্গালুরুর একটি গোডাউনে বিস্ফোরণ

By

Published : Sep 23, 2021, 9:51 PM IST

বেঙ্গালুরু, 23 সেপ্টেম্বর : বেঙ্গালুরুর একটি গোডাউনে বিস্ফোরণ ৷ আজ সকালে বেঙ্গালুরুর চামরাজপেতের সীতাপতি অগ্রহারা এলাকার একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে ৷ গোডাউনটি একটি ট্রান্সপোর্ট কোম্পানির ৷ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে পাঁচজন ৷ গোডাউনে বেআইনিভাবে বাজি মজুত রাখা ছিল বলে অভিযোগ ৷ সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ বিধায়ক জামির আহমেদ মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ৷

স্থানীয়রা জানাচ্ছে বেলা 12টা নাগাদ একটা বিকট আওয়াজ হয় ৷ তারপরই বোঝা যায় সেটি বিস্ফোরণের শব্দ ৷ বিস্ফোরণের তীব্রতা গোডাউন থেকে প্রায় 100 মিটার পর্যন্ত পৌঁছায় ৷ গোডাউনের কাছাকাছি থাকা সাতটি বাড়ি, বেশ কয়েকটি দোকান ও বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পরে ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ৷ ঘটনায় মৃত্যু হয় দুইজনের ৷ মৃতদের নাম মনোহর ও আসলাম পাশা ৷ মনোহর ওই গোডাউনেই কাজ করছিল ৷ আর আসলাম গোডাউনের বাইরের একটি দোকানের কর্মী ৷

আরও পড়ুন,Blast in Kolkata : সাতসকালে কড়েয়া থানা এলাকায় বিস্ফোরণ, তদন্তে লালবাজার

ওই গোডাউন থেকে 77 টি বাজি ভর্তি বাক্স পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে দুটি বাক্স থেকেই বিস্ফোরণ হয় ৷ অভিযোগ, বাজিগুলি বেআইনিভাবে মজুত রাখা হয়েছিল ৷ ঘটনার পর থেকেই গোডাউনের মালিক বাবু পলাতক ৷ জানা যাচ্ছে, বাবু তামিলনাড়ু থেকে বাজি আনত ও সেগুলি বেআইনিভাবে বাজারে বিক্রি করত ৷ পুলিশ তার খোঁজ শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details