আমেদাবাদ, 13 নভেম্বর: 2012 সাল থেকেই গুজরাতে বিজেপি-তে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতারা ! গত 10 বছরে পশ্চিম ভারতের এই রাজ্যে অন্তত 60 জন বড় কংগ্রেস নেতা বিজেপি-তে যোগ দিয়েছেন ! যাঁদের মধ্যে বিধায়ক, সাংসদরা ছাড়াও সংগঠনের পদাধিকারীরা রয়েছেন ৷ 2012 সালের নির্বাচনের সময় এই 'ট্রেন্ড'-এর সূচনা করেছিলেন নরহরি আমিন ৷ কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েই রাজ্যসভার সাংসদ হন তিনি ৷ তারপর থেকেই শুরু হয় দলবদলের ধারাবাহিক পালা ৷ সেই তালিকায় কারা রয়েছেন, গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে তা দেখে নেওয়া যাক ৷
আরও পড়ুন:'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির
- বিঠল রাদিয়া: 2012 সালে বিজেপি-তে যোগদান করেন ৷ 2017 সালে বিঠল রাদিয়া এবং তাঁর ছেলে জয়েশ রাদিয়া মন্ত্রী হন ৷
- লীলাধর বঘেলা: 2012 সালে বিজেপি-তে যোগদান করেন ৷ বিজেপি-এর টিকিটে পাটানের সাংসদ হন ৷
- পার্বত প্যাটেল: 2012 সালে বিজেপি-তে যোগ দেন ৷ তিনি বর্তমানে বানাসকাঁথার সাংসদ ৷
- পুনম ম্যাডাম: 2012 সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ৷ পরে তিনি বিজেপি-তে যোগ দেন ৷ 2014 এবং 2019 সালে দুই দফায় সাংসদ হন ৷
- দেবুনসিংহ চৌহান: কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেন ৷ বর্তমানে তিনি বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷
- রামসিংহ পরমার: 2017 সালে বিজেপি-তে যোগ দেন ৷ বর্তমানে আমুলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ৷
- কুনভারজি বভালিয়া: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন এবং উপনির্বাচনে জিতে মন্ত্রী হন ৷
- রাঘবজি প্যাটেল: বিজেপি-তে যোগ দিয়ে ভূপেন্দ্র প্যাটেল সরকারের মন্ত্রী হন ৷
- জওহর চাভদা: বিজেপি-তে যোগ দিয়ে উপনির্বাচনে জয়ী হন এবং রূপানি সরকারের মন্ত্রী হন ৷
- কামশি প্যাটেল: কামশি প্যাটেলের ছেলে কানু প্যাটেল সানন্দ থেকে বিধায়ক হয়েছিলেন ৷
- বলবন্তসিংহ রাজপুত: বিজেপি-তে যোগদানের পর বলবন্তসিংহ রাজপুত জিআইডিসি বোর্ড কর্পোরেশনের চেয়ারম্যান হন ৷ এখন তিনি পদত্যাগ করেছেন ৷