পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kanpur Fire: কানপুরে ভস্মীভূত 500 দোকান, অন্তত 100 কোটির ক্ষতি ! - আগুন

উত্তরপ্রদেশের কানপুরের বাঁশমান্ডি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ! ভস্মীভূত হয়ে গেল অন্তত 500টি দোকান ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 100 কোটি টাকা ৷

at least 500 shops gutted in massive fire in Kanpur
তখনও আগুন জ্বলছে

By

Published : Mar 31, 2023, 3:52 PM IST

কানপুর, 31 মার্চ: ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত 500টি দোকান ! শুক্রবার (31 মার্চ, 2023) রাত 2টো (2 এএম) নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের বাঁশমান্ডি এলাকায় ৷ স্থানীয় প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ৷ এই এলাকায় পরপর বেশ কয়েকটি বাণিজ্যিক বহুতল রয়েছে ৷ তাতে রয়েছে অসংখ্য দোকান ৷ সেই বহুতলগুলির একটিতেই প্রথমে আগুন লাগে ৷ তারপর তা ছড়িয়ে পড়ে বাকিগুলিতে ৷ এই ঘটনায় অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷

সূত্রের খবর, অধিকাংশ দোকানেই প্রচুর পরিমাণে দাহ্য পণ্য মজুত করে রাখা ছিল ৷ এবং দোকানগুলিও একেবারেই পরস্পরের সঙ্গে ঘেঁষে রয়েছে ৷ ফলে অত্যন্ত দ্রুত সেই আগুন প্রথম বহুতলের সর্বত্র ছড়িয়ে পড়ে ৷ তারপর তা অন্য বহুতলগুলিকেও গ্রাস করে ৷ আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও বহুতল ৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে ৷ যে বহুতলে আগুন লেগেছিল, সেটির নাম আফাক রসুল টাওয়ার ৷ সেখান থেকে আগুন ক্রমে ছড়িয়ে পড়ে পাশের মকসুদ কমপ্লেক্স, হামরাজ কমপ্লেক্স এবং নফিস টাওয়ারে ৷ এই চারটি বাণিজ্যিক বহুতলে সব মিলিয়ে প্রায় 500টি দোকান রয়েছে ৷ সেগুলি সবই পুড়ে ছাড়খাড় হয়ে যায় ৷ সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় এই এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল ৷ তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শহরের যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) আনন্দ প্রকাশ তিওয়ারি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরই একের পর এক দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

আরও পড়ুন:মুম্বইয়ের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন, মৃত 1

আনন্দ জানান, এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নেভাতে অন্য়ান্য জেলা থেকেও দমকলকর্মীদের নিয়ে আসা হয় ৷ ভোররাতেই পাশের বিভিন্ন জেলা যেমন- কানপুর দেহাত, উন্নাও, লখনউ এবং কনৌজ থেকে দমকলকর্মীদের পাঠানো হয় ৷ তাঁরা সকলে মিলে ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ পুলিশ ও দমকলের অভিযোগ, ক্ষতিগ্রস্ত চারটি বহুতলের একটিতেও যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details