কানপুর, 1 অক্টোবর: কানপুরের এক মর্মান্তিক পথ দুর্ঘটনার প্রাণ গেল কমপক্ষে 25 জন পুণ্যার্থীর (At least 25 people died in Kanpur road accident) ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 15 জনেরও বেশি ৷ শনিবার রাতে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রাক্টর-ট্রলি ঘটমপুরের দিকে রওনা দেয় ৷ সে সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে উলটে যেতেই (Kanpur Road Accident) বিপত্তি ৷ এক পুলিশ আধিকারিকের কথায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্ততপক্ষে 12 জনের ৷ প্রায় 50 জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি ঘটমপুরের দিকে ফিরছিল বলে জানা গিয়েছে ৷
কানপুরের দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Narendra Modi and Yogi Adityanath have expressed grief over the incident) ৷ দুর্ঘটনার মৃতের পরিবারবর্গকে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনার কথা শুনে মর্মাহত ৷ যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা ৷ পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ স্থানীয় প্রশাসন দুর্গতদের সাহায্য়ার্থে সদা সতর্ক রয়েছে ৷"