পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অ্যাস্ট্রাজ়েনেকার টিকায় রক্ত জমাট বাঁধার আশঙ্কা, বিশ্বজুড়ে ব্যাহত টিকাকরণ

রক্ত জমাট বাঁধার বিষয়টি প্রকাশ্যে আসার পর আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া অ্যাস্ট্রাজ়েনেকার টিকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে । অন্যদিকে ব্রিটেন ঘোষণা করেছে, অনূর্ধ্ব ত্রিশ বয়সিরা অ্যাস্ট্রাজ়েনেকা নয়, বরং বিকল্প টিকা নেবে ৷

astrazeneca-blood-clot-worries-could-affected-vaccination-worldwide
astrazeneca-blood-clot-worries-could-affected-vaccination-worldwide

By

Published : Apr 8, 2021, 1:04 PM IST

Updated : Apr 8, 2021, 3:19 PM IST

লন্ডন, 8 এপ্রিল : অ্যাস্ট্রাজ়েনেকার টিকা নিলে রক্ত জমাট বাঁধতে পারে, এই আশঙ্কায় বিশ্বজুড়ে ব্যাহত টিকাকরণ ৷ লন্ডন থেকে সিওল সবখানেই স্বাভাবিক টিকাদান কর্মসূচি বাধা প্রাপ্ত ৷

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, টিকা নিলে রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, এই আশঙ্কা টিকাকরণ কর্মসূচিতে নতুন আঘাত ৷ যেহেতু মহামারী অবসানে অ্যাস্ট্রাজ়েনেকার টিকা কার্যকারী ভূমিকা নিচ্ছিল ৷ রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকতে পারে এই ভয়ে টিকা নিতে যাঁরা ইচ্ছুক ছিলেন তাঁরাও পিছিয়ে যাচ্ছেন এখন ৷ যদিও ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, টিকার গুরুত্ব পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির থেকে বেশি ৷ কিন্তু ইতিমধ্যে বেশ কিছু দেশ অ্যাস্ট্রাজ়েনেকার থেকে মুখ ঘুরিয়ে জনসন অ্যান্ড জনসন, চায়না ও রাশিয়ার টিকাগুলির প্রতি উৎসাহ দেখাচ্ছে ৷

রক্ত জমাট বাঁধার বিষয়টি প্রকাশ্যে আসার পর আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া অ্যাস্ট্রাজ়েনেকার টিকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে । অন্যদিকে ব্রিটেন ঘোষণা করেছে, অনূর্ধ্ব ত্রিশ বয়সিরা অ্যাস্ট্রাজ়েনেকা নয়, বরং বিকল্প টিকা নেবে ৷

আরও পড়ুন: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় নিলেন প্রধানমন্ত্রী

যদিও টিকার কারণেই যে রক্ত জমাট বাঁধছে, এ কথা মানতে নারাজ অ্যাস্ট্রাজ়েনেকা । মার্চ মাসে তারা একটি বিবৃতি দেয় ৷ যেখানে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের 1 কোটি 70 লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে । পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, রক্ত জমাট বাঁধার কোনও ঘটনা ঘটেনি ।

অন্য়দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গ্লোবাল অ্যাডভাইজ়রি কমিটি বিবৃতি দিয়েছে, বর্তমানে যে তথ্য সামনে আসছে তাতে অ্যাস্ট্রাজ়েনেকার টিকা নেওয়ার পরে রক্ত জমাট বাঁধা কিংবা প্লেটলেট কমে যাওয়ার সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে । কিন্তু এখনও তার প্রমাণ মেলেনি ।

Last Updated : Apr 8, 2021, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details