শ্রীনগর, 16 মে: এমন যদি হত, আমি পাখির মতো...উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ ! ডানা মেলে উড়ে বেড়াতে কে না চায় ! আর সেই ডানা যদি একবার মেলে হাতের মুঠোয়, তাহলে কি তা ছাড়া যায় ? সে জন্যই তো ভূস্বর্গ কাশ্মীরে যে পর্যটকরাই যান, তাঁদের সবারই নজর থাকে প্যারাগ্লাইডিং লোকেশন, আস্তানমার্গের দিকে । এ বারও সেখানে ভিড় জমেছে ভালোই ৷ 2014 সাল থেকে ব্যক্তিগত প্যারাগ্লাইডিং কোম্পানি কারাকোরাম এক্সপ্লোরার্সের সহযোগিতায় জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ শ্রীনগরে দুঃসাহসিক বাণিজ্যিক প্যারাগ্লাইডিং-এর পরিষেবা দিয়ে চলেছে ৷
আস্তানমার্গের চূড়া থেকে যাত্রা শুরু করে প্যারাগ্লাইডিং ৷ আকাশজুড়ে ওড়াউড়ির পর শ্রীনগরের উপকণ্ঠে চাঁদপোরা ক্রিকেট গ্রাউন্ডে শেষ হয় সফর । এই সফর পর্যটকদের 2000-ফিট উচ্চতা থেকে প্রকৃতিকে দর্শন ও দারুণ অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার সুযোগ করে দেয় ৷ হারওয়ান থেকে আস্তানমার্গ পর্যন্ত 40 মিনিটের ট্রিপ, যা 2255 মিটার (7400 ফিট) উচ্চতায় অবস্থিত ৷ পর্যটকরা তাঁদের রাইড বুক করে হারওয়ান গার্ডেন থেকে উড়ে যান আস্তানমার্গে ।
প্রয়োজনীয় সরঞ্জাম এবং নিরাপত্তা সতর্কতা সম্পর্কে পেশাদারদের কাছ থেকে একটি ব্রিফিং পাওয়ার পরে গ্লাইডারগুলি 12 থেকে 15 মিনিটের জন্য উড়ে যায় । 1615 মিটার (5330 ফিট) উচ্চতায়, শ্রীনগরের চাঁদপোরা অবতরণ অঞ্চল হিসাবে কাজ করে । স্থানীয় এবং বাইরে থেকে আসা দর্শনার্থীরা দুঃসাহসিক রাইড উপভোগ করে চলেছেন ।