পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Train Accident: দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার - ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনা

শুক্রবার ভরসন্ধ্যায় ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে ৷ শনিবার বেলায় ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি দুর্ঘটনায় সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন ৷ পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ করেছেন ৷

Mamata at Balasore
Mamata at Balasore

By

Published : Jun 3, 2023, 1:53 PM IST

Updated : Jun 3, 2023, 3:45 PM IST

কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

বালাসোর, 3 জুন: ট্রেন দুর্ঘটনাস্থলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বেলায় তিনি পৌঁছে যান ওড়িশার বালাসোরে ৷ সেখানে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েই আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ পাশাপাশি সমালোচনা করেন রেলেরও ৷

শুক্রবার সন্ধ্যায় বালাসোর স্টেশন থেকে কিছুটা দূরে ওই ট্রেন দুর্ঘটনা হয় ৷ শালীমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর থেকে হাও়ড়াগামী হামসফর এক্সপ্রেসের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা আড়াইশো পেরিয়ে গিয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৷ আহতর সংখ্যাও হাজারের কাছাকাছি ৷ শুক্রবার রাতেই টুইট করে শোক ও উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তার পর শনিবার সকালেই তিনি রওনা দেন বালাসোরের উদ্দেশে ৷

বেলায় ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ পরিস্থিতি খতিয়ে দেখেন৷ কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার সবরকম সাহায্য করছে ৷ যাঁদের বাড়ি পশ্চিমবঙ্গে তাঁদের চিকিৎসা ও বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাজ্য সরকার করবে বলে তিনি আশ্বাস দেন ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাসিন্দা যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ গুরুতর আহতদের 1 লক্ষ টাকা, সামান্য আহতদের 50 হাজার টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷

অন্যদিকে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, এখন রেলমন্ত্রককে অবহেলা করা হয় কেন্দ্রের সরকারের তরফে ৷ রেলের মধ্যে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে ৷ উদাহরণ হিসেবে রেলের পৃথক বাজেট তৈরি না হওয়ার প্রসঙ্গ তোলেন ৷

এ দিন ঘটনাস্থল থেকে আহতদের দেখতেও যান মুখ্যমন্ত্রী ৷ স্থানীয় টাউন হলে থাকা আহতদের সঙ্গে কথা বলেন ৷ আহতদের মধ্যে যাঁরা বাংলার বাসিন্দা, তাঁদের কীভাবে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়েও কথা বলেন তিনি ৷ পরে সোরো হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 261, ঘটনাস্থলে বাংলার মুখ্যমন্ত্রী

Last Updated : Jun 3, 2023, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details