বালাসোর, 3 জুন: ট্রেন দুর্ঘটনাস্থলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বেলায় তিনি পৌঁছে যান ওড়িশার বালাসোরে ৷ সেখানে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েই আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷ পাশাপাশি সমালোচনা করেন রেলেরও ৷
শুক্রবার সন্ধ্যায় বালাসোর স্টেশন থেকে কিছুটা দূরে ওই ট্রেন দুর্ঘটনা হয় ৷ শালীমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর থেকে হাও়ড়াগামী হামসফর এক্সপ্রেসের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা আড়াইশো পেরিয়ে গিয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৷ আহতর সংখ্যাও হাজারের কাছাকাছি ৷ শুক্রবার রাতেই টুইট করে শোক ও উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তার পর শনিবার সকালেই তিনি রওনা দেন বালাসোরের উদ্দেশে ৷
বেলায় ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ পরিস্থিতি খতিয়ে দেখেন৷ কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার সবরকম সাহায্য করছে ৷ যাঁদের বাড়ি পশ্চিমবঙ্গে তাঁদের চিকিৎসা ও বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাজ্য সরকার করবে বলে তিনি আশ্বাস দেন ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাসিন্দা যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ গুরুতর আহতদের 1 লক্ষ টাকা, সামান্য আহতদের 50 হাজার টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷