নয়াদিল্লি, 14 মে:কর্ণাটক বিধানসভা নির্বাচন শেষ হলেও লোকসভা ভোটের আগে চলতি বছরেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে ৷ আর 24-এর নির্বাচনের পাশাপাশি এবার সেই সব বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে এগোতে চাইছে দেশের সবকটি মূল স্রোতের রাজনৈতিক দল ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কর্ণাটকের ভোট শেষ হলেও এত দ্রুত রাজনৈতিক লড়াই থামবে না ৷ বরং আগামিদিনে কংগ্রেস-বিজেপির মতো দলগুলির মধ্যে রাজনীতির বাগযুদ্ধ আরও বাড়বে ৷
চলতি বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হয়েছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয়ে। আগামী বছর লোকসভা ভোটের পাশাপাশি অন্তত তিনটি বিধানসভা নির্বাচনও হতে পারে দেশে। কর্ণাটকের পর এবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকেই ৷ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ 40-সদস্যের মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 17 ডিসেম্বর ৷ এরপরই ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ বিধানসভার মেয়াদ যথাক্রমে 3 এবং 6 জানুয়ারি শেষ হবে। রাজস্থান এবং তেলেঙ্গানা বিধানসভার মেয়াদ যথাক্রমে 14 এবং 16 জানুয়ারি শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সম্ভবত এই পাঁচ রাজ্যে একসঙ্গে বিধানসভা ভোট করাতে চাইছে তারা ৷ আর লোকসভা ভোটের সঙ্গে এই বিধানসভা ভোটের উত্তাপের ঝাঁঝও দেশের রাজনীতিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷