নয়াদিল্লি, 10 মার্চ : ভারতের নির্বাচন কমিশন সবসময় স্বচ্ছতা বজায় রেখে চলে ৷ ফলে ইলেক্ট্ররাল ভোটিং মেশিন অর্থাৎ, ইভিএম কারচুপির প্রশ্ন ওঠে না বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (No Question of EVM Tampering Says CEC Sushil Chandra) ৷ ইভিএম নিয়ে সমাজবাদী পার্টির সমস্ত অভিযোগ খারিজ করে এমনটাই জানিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, সাত দফা নির্বাচনের পর আজ উত্তরপ্রদেশ-সহ দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ (Assembly Election Result 2022) ৷
প্রসঙ্গত, নিয়ম মেনে উত্তরপ্রদেশের রাজনৈতিক দলগুলিকে ইভিএমের অবস্থান নিয়ে তথ্য না জানানোর জন্য বারাণসীর অতিরিক্ত জেলাশাসককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন সুশীল চন্দ্র ৷ অভিযোগ, প্রশিক্ষণের জন্য যে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল, তা রাজনৈতিক দলগুলিকে জানাননি অতিরিক্ত জেলাশাসক ৷ সেই কারণে তাঁকে সাসপেন্ড করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক ৷
প্রসঙ্গত, বারাণসীতে ট্রেনিংয়ের জন্য ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু, সমাজবাদী পার্টির তরফে অভিযোগ করা হয়, নির্বাচনে ব্যবহার হওয়া ইভিএম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারচুপির জন্য ৷ কিন্তু, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, প্রতিটি ইভিএমের একটা নির্দিষ্ট নম্বর থাকে ৷ যে ইভিএমগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, সেগুলির নম্বর ভোটে ব্যবহার হওয়া ইভিএমের তালিকার সঙ্গে মিলছে না ৷ কারণ, সেগুলি অন্য ইভিএম ৷ আর ওই ইভিএমগুলি ট্রেনিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পাশাপাশি কমিশনের তরফে সপাকে ওই ইভিএমগুলির নম্বর মিলিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ৷