নয়াদিল্লি, 8 ডিসেম্বর: গুজরাত ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে ৷ সেই সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থান এবং ওড়িশা বিধানসভার 6টি আসনে উপনির্বাচনের গণনাও চলছে (By-Polls Result of 6 Assembly Constituencies in 5 States) ৷ যেখানে উত্তরপ্রদেশে 2টি কেন্দ্র, ওড়িশা, রাজস্থান, বিহার ও ছত্তিশগড়ে একটি করে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা চলছে (Assembly By-Polls Result 2022) ৷ পাশাপাশি, মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর, মৈনপুরি লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হয় ৷ যে আসনে প্রয়াত মুলায়মের পুত্রবধূ ডিম্পল যাদব প্রায় 1 লক্ষের বেশি আসনে এগিয়ে রয়েছেন ৷
উত্তরপ্রদেশের রামপুর ও খাতাউলি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা হচ্ছে ৷ যেখানে রামপুর কেন্দ্রে সমাজবাদী পার্টির মহম্মদ আসিম রাজা 6 হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির আকাশ সাক্সেনার বিরুদ্ধে ৷ অন্যদিকে, খাতাউলি কেন্দ্রে রাষ্ট্রীয় লোকদলের প্রার্থী মদন ভাইয়া 11 হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমারীর থেকে ৷