ডিব্রুগড়, 2 নভেম্বর: অসমের একটি ছেলে তার অসাধারণ কৃতিত্বের জন্য এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন ৷ অসমের উপরের দিকে ডিব্রুগড়ের ছেলেটির ভাবনা ছিল, তাঁর তৈরি অ্যাপ বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে একটি অন্যতম হট সেলিং হবে । তাঁর সেই স্বপ্নই এবার বাস্তবে পরিণত হয়েছে ৷ ডিব্রুগড়ের যুবক কিষাণ বাগারিয়াকে 50 মিলিয়ন মার্কিন ডলার এনে দিয়েছে । তার তৈরি 'Texts.com' একটি একক প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপ যাকে ইতিমধ্যেই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অউটোমেটিক অধিগ্রহণ করেছে । উল্লেখ্য, ম্যাট মুলেনওয়েগ প্রতিষ্ঠিত কোম্পানি wordpress.com এবং Tumblr এর মালিক।
ডিব্রুগড়ের থানা চরিয়ালির বাসিন্দা মহেন্দ্র বাগারিয়া এবং নমিতা বাগরিয়ার ছেলে কিষাণের অসাধারণ কৃতিত্বে অভিভূত সকলেই ৷ কিষানকে রাতারাতি কোটিপতিও করে তুলেছে ওই অ্যাপ ৷ কারণ আন্তর্জাতিক জায়েন্ট অটোমেটিক অসমের এই ছেলের সঙ্গে 50 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে যা ভারতীয় মুদ্রায় প্রায় 416 কোটি টাকা । কোম্পানি শুধু অ্যাপটি কিনেছে তাই নয় কিষাণকে “Texts.com”-এর অপারেশনের দায়িত্বও নেওয়ার প্রস্তাবও দিয়েছে ৷