নওগা (অসম), 10 জুন: রাস্তা খারাপ তাই অটো আসেনি বাড়ি অবধি ৷ এদিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে অসুস্থ শ্বশুরকে ৷ এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত শ্বশুরকে কাঁধে নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে অটোয় তুললেন পুত্রবধূ ৷ শ্বশুর থুলেশ্বর দাসকে কাঁধে নিয়ে হাঁটছেন পুত্রবধূ নীহারিকা দাস, এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য হতেই অসমের নীহারিকা দাশের প্রশংসায় মাতলেন নেটিজেনরা ৷
পুত্রবধূর কাঁধে করোনা আক্রান্ত শ্বশুর, প্রশংসায় ভরাল নেটিজেনরা - প্রশংসায় ভরাল নেটিজেনরা
শ্বশুর থুলেশ্বর দাসকে কাঁধে নিয়ে হাঁটছেন পুত্রবধূ নীহারিকা দাস, এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য হতেই অসমের নীহারিকা দাশের প্রশংসায় মাতলেন নেটিজেনরা ৷
অসমের নওগার রাহা অঞ্চলে বাড়ি দাস পরিবারের ৷ সেই বাড়িতে ছিলেন পুত্রবধূ নীহারিকা ও বছর পচাত্তরের থুলেশ্বর দাস ৷ কদিন হল তিনি অসুস্থ ৷ করোনার একাধিক উপসর্গ দেখা দেয় থুলেশ্বরের ৷ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শ্বশুরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় ৷ একটি অটোর ব্যবস্থাও করেন নীহারিকা ৷ কিন্তু রাহার রাস্তা অত্যাধিক খারাপ হওয়ায় অটো কয়েক কিলোমিটার দূরে দাঁড়ায় ৷ ওই অবধি নীহারিকাদের হেঁটে আসতে বলা হয় ৷ যদিও শ্বশুরের হাঁটার মতো অবস্থা ছিল না ৷ এরপরই পুত্রবধূ কাঁধে তুলে নেন বৃদ্ধ শ্বশুরকে ৷ হেঁটে পৌঁছান অটো অবধি ৷ তারপর সেখান থেকে স্বাস্থ্যকেন্দ্রে ৷
শ্বশুরকে কাঁধে নিয়ে নীহারিকা, এই ছবি প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায় ৷ যা মুহূর্তে ভাইরাল হয় ৷ নীহারিকা দাসের দায়িত্ববোধ, অদম্য ইচ্ছেশক্তিকে প্রশংসায় ভরিয়ে দেয় নেটিজেনরা ৷