গুয়াহাটি, 29 জুলাই: টেক-অফ করার সময় রানওয়েতে পিছলে গেল অসম থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান (IndiGo Plane Skids Off Runway)৷ কাদায় আটকে যায় বিমানের দুটি চাকা ৷ যার জেরে বিমানটি বাতিল করা হয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে (Wheel Stuck In Mud)৷
ইন্ডিগো কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, "জোরহাট থেকে কলকাতাগামী ইন্ডিগো 6E-757 বিমানটিকে ফেরত পাঠানো হয়েছে ৷ টেক-অফ করার সময় পাইলটকে জানানো হয় যে মূল চাকাগুলির একটি, রানওয়ের পাশে ঘাসের উপর দিয়ে আংশিক ভাবে চলে গিয়েছে ।" রানওয়ের উপর বিমানটির পিছলে যাওয়ার ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন স্থানীয় এক সাংবাদিক ৷ সেখানে দেখা গিয়েছে, কাদায় ভরা ঘাসের আউটফিল্ডে আটকে গিয়েছে চাকাটি ৷ সেই পোস্ট ইন্ডিগোকে ট্যাগ করে দিয়েছেন তিনি ৷