পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IndiGo Plane Skids Off Runway: রানওয়েতে হড়কে কাদায় আটকাল চাকা, বড় বিপদ এড়াল কলকাতাগামী ইন্ডিগোর বিমান - কলকাতাগামী ইন্ডিগোর বিমান

রানওয়েতে হড়কে কাদায় গিয়ে পড়ল জোরহাট থেকে কলকাতাগামী বিমান (IndiGo Plane Skids Off Runway)৷ কাদায় আটকে গেল চাকা (Wheel Stuck In Mud)৷ তবে বড় বিপদ এড়ানো গিয়েছে ৷ বাতিল করা হয়েছে বিমানটি (Assam to Kolkata IndiGo Plane)৷

Assam to Kolkata IndiGo Plane Skids Off Runway During Take-Off, Wheel Stuck In Mud
রানওয়েতে হড়কে কাদায় আটকাল চাকা, বড় বিপদ এড়াল কলকাতাগামী ইন্ডিগোর বিমান

By

Published : Jul 29, 2022, 3:04 PM IST

গুয়াহাটি, 29 জুলাই: টেক-অফ করার সময় রানওয়েতে পিছলে গেল অসম থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমান (IndiGo Plane Skids Off Runway)৷ কাদায় আটকে যায় বিমানের দুটি চাকা ৷ যার জেরে বিমানটি বাতিল করা হয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে (Wheel Stuck In Mud)৷

ইন্ডিগো কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, "জোরহাট থেকে কলকাতাগামী ইন্ডিগো 6E-757 বিমানটিকে ফেরত পাঠানো হয়েছে ৷ টেক-অফ করার সময় পাইলটকে জানানো হয় যে মূল চাকাগুলির একটি, রানওয়ের পাশে ঘাসের উপর দিয়ে আংশিক ভাবে চলে গিয়েছে ।" রানওয়ের উপর বিমানটির পিছলে যাওয়ার ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন স্থানীয় এক সাংবাদিক ৷ সেখানে দেখা গিয়েছে, কাদায় ভরা ঘাসের আউটফিল্ডে আটকে গিয়েছে চাকাটি ৷ সেই পোস্ট ইন্ডিগোকে ট্যাগ করে দিয়েছেন তিনি ৷

তাঁর সেই পোস্টে জবাব দিয়েছে ইন্ডিগো ৷ এই বিমান সংস্থা বিবৃতিতে জানায়, "স্যার, এটা শোনার পর আমরা উদ্বিগ্ন ৷ বিষয়টি সঠিক জায়গায় জানানো হয়েছে ৷ দয়া করে ডিএম-এর মাধ্যমে পিএনআর শেয়ার করুন ৷ আশা করি আপনি ভালো আছেন এবং আরামদায়ক ভাবেই আপনার গন্তব্যে পৌঁছতে পেরেছেন ৷"

আরও পড়ুন:ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো

জানা গিয়েছে, ওই বিমানে 98 জন যাত্রী ছিলেন ৷ সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details