মণিপুর, 7 ডিসেম্বর : কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার করল অসম রাইফেলস (Assam Rifles) ৷ মণিপুরের মোরে শহর থেকে 500 কোটিরও বেশি টাকার মাদক মিলেছে (Drugs worth over 500 crore in Moreh town) ৷
সূত্রের খবর অনুযায়ী, বাজেয়াপ্ত করা মাদকের মধ্যে রয়েছে 54 কিলো ব্রাউন সুগার (Brown Sugar) এবং 154 কেজি আইস মেথ (Ice Meth) ৷ যাঁর বাড়ি থেকে এই মাদক পাওয়া গিয়েছে, সন্দেহ করা হচ্ছে, সেই মহিলা এখন মায়ানমারের মান্দালয়ে (Mandalay in Myanmar) রয়েছেন ৷ তিনি চিনের নাগরিককে (married to a Chinese national) বিয়ে করেছেন ৷