পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam Rifles seizes drugs : 500 কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার মণিপুরে - মণিপুরের মোরে শহরে মাদক

কয়েকশো কোটি টাকার মাদক পাওয়া গেল মণিপুরের মোরে শহরে এক মহিলার বাড়ি থেকে ৷ (Drugs worth over 500 crore in Moreh town)

Drugs worth over 500 crore in Moreh town
500 কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার

By

Published : Dec 7, 2021, 11:40 AM IST

Updated : Dec 7, 2021, 12:43 PM IST

মণিপুর, 7 ডিসেম্বর : কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার করল অসম রাইফেলস (Assam Rifles) ৷ মণিপুরের মোরে শহর থেকে 500 কোটিরও বেশি টাকার মাদক মিলেছে (Drugs worth over 500 crore in Moreh town) ৷

সূত্রের খবর অনুযায়ী, বাজেয়াপ্ত করা মাদকের মধ্যে রয়েছে 54 কিলো ব্রাউন সুগার (Brown Sugar) এবং 154 কেজি আইস মেথ (Ice Meth) ৷ যাঁর বাড়ি থেকে এই মাদক পাওয়া গিয়েছে, সন্দেহ করা হচ্ছে, সেই মহিলা এখন মায়ানমারের মান্দালয়ে (Mandalay in Myanmar) রয়েছেন ৷ তিনি চিনের নাগরিককে (married to a Chinese national) বিয়ে করেছেন ৷

আরও পড়ুন : Phensedyl Recover from Kaliachak : বাংলাদেশে পাচারের আগেই 626 বোতল ফেনসিডিল-সহ ধৃত দুই কারবারী

মণিপুর খুব ছোট একটা রাজ্য এবং ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় এখানে জনসংখ্যাও অনেক কম ৷ কিন্তু এই রাজ্যে মাদক পাচার এবং মাদক নেওয়ার হার বেশি ৷ 2020 সালেও বিশাল অঙ্কের মাদক উদ্ধার করেছিল অসম রাইফেলস ৷ এখানে প্রায়ই এরকম মাদক পাচার ধরা পড়ে ৷ পাচারে জড়িত কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে ৷

Last Updated : Dec 7, 2021, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details