দিসপুর, 24 সেপ্টেম্বর : অসমের দারাং জেলার গরুখুটি এলাকায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত চিত্রগ্রাহককে গ্রেফতার করল অসম পুলিশ ৷
বেআইনি দখল উচ্ছেদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল অসমের দারাং জেলার গরুখুটি এলাকা ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুই এলাকাবাসীর মৃত্যুর হয় ৷ আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে অন্য বিতর্কও ৷ ঘটনাস্থলের যে ভিডিও গতকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে দেখা গিয়েছিল, মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহের উপর উঠে লাফাচ্ছেন, তাঁকে আঘাত করছেন একজন চিত্রগ্রাহক ৷ এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক ৷ অভিযুক্ত চিত্রগ্রাহককে গ্রেফতারের দাবি ওঠতে শুরু করে বিভিন্ন মহলে ৷ শুক্রবার অসম পুলিশের তরফে জানানো হয়েছে, বিজয় বানিয়া নামে অভিযুক্ত ওই চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে ৷