বঙ্গাইগাঁও (অসম), 31 অগস্ট : বুলডোজার দিয়ে একটি মাদ্রাসা বুধবার গুঁড়িয়ে দিয়েছে অসমের পুলিশ (Assam Police Demolish Madrasah) ৷ পুলিশের দাবি, ওই মাদ্রাসা থেকে ‘জিহাদি’ কাজকর্ম চলছিল ৷ সেই কারণেই বঙ্গাইগাঁও জেলার (Bongaigaon District) ওই মাদ্রাসা ভেঙে দিয়েছে ৷
গত সপ্তাহে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ, ওই শিক্ষক ভারতীয় উপমহাদেশে আল কায়দার (Al Qaeda) হয়ে কাজ করত৷ আনসারুল বাংলা টিমের (Ansarul Bangla Team) সঙ্গেও কাজ করত ওই শিক্ষক ৷
পুলিশের দাবি, ওই মাদ্রাসায় তল্লাশি চালিয়ে ‘জিহাদি’ কাগজপত্র পাওয়া গিয়েছে ৷ ধৃত শিক্ষকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই তল্লাশি অভিযান চলে ৷ তাছাড়া মাদ্রাসা তৈরিতে সরকারি নিয়মও ভাঙা হয়েছিল বলে তদন্ত উঠে আসে ৷ সেই কারণেই ওই মাদ্রাসা ভেঙে দেওয়া হল ৷ এদিন বেশ কয়েকটি বুলডোজার নিয়ে গিয়ে পুলিশ ও প্রশাসনের তরফে ওই মাদ্রাসার দু’তলা ভবনটি ভেঙে দেওয়া হয় ৷