পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও বন্ধ ট্রাক চলাচল, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর - অসম-মিজ়োরাম সীমানায় টহল সিআরপিএফের

অসম-মিজ়োরাম সীমানা থেকে অবরোধ উঠে গেলেও পরিস্থিতি এখনও থমথমে ৷ টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ৷ তবে অবরোধ উঠলেও ট্রাক নিয়ে সীমানা পেরোনোর সাহস পাচ্ছেন না চালকরা ৷ তাঁরা আশ্রয় নিয়েছেন মিজ়োরাম লাগোয়া একটি গ্রামে ৷

Assam -Mizoram border: Organized blockade on border ends, but truckers refuse to move
Assam-Mizoram border : অবরোধ উঠে গেলেও অচল পণ্যবাহী ট্রাক, অসম-মিজ়োরাম সীমানায় টহল কেন্দ্রীয় বাহিনীর

By

Published : Jul 30, 2021, 5:45 PM IST

শিলচর, 30 জুলাই :চাপা উত্তেজনা থাকলেও আপাতত শান্ত রয়েছে অসম-মিজ়োরাম সীমানা ৷ সৌজন্যে কেন্দ্রীয় বাহিনীর (CRPF) টহলদারি ৷ ইতিমধ্য়েই উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্য়ের মধ্যবর্তী 306 নম্বর জাতীয় সড়কে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ জওয়ানদের ৷ বাহিনীর উপস্থিতিতে বন্ধ রয়েছে সংঘর্ষ ৷

আরও পড়ুন :Border Clash : মিজোরামের সংঘর্ষের ঘটনায় তিনদিনের শোক অসমে, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা হিমন্তর

অসমের বরাক উপত্যকার দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এই মুহূর্তে ঘোষিত কোনও অবরোধ সেখানে চলছে না ৷ অসম থেকে মিজ়োরামগামী রাস্তাও আটকে রাখেননি বিক্ষোভকারীরা ৷ বস্তুত, তাঁদের কেউই আপাতত আর রাস্তায় নেই ৷ গত কয়েক দিন ধরে এই বিক্ষোভকারীরাই মিজ়োরামগামী ট্রাক ও গাড়ি আটকানোর চেষ্টা করে যাচ্ছিলেন ৷ উল্লেখ্য, গত সোমবারই সংঘর্ষে জড়িয়ে পড়ে অসম ও মিজ়োরামের পুলিশ বাহিনী ৷ যার জেরে অসমের বরাক উপত্যকার বিভিন্ন গোষ্ঠী পড়শি মিজ়োরামকে অবরুদ্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে ৷ তার জেরে অশান্তি আরও বাড়ে ৷ শেষমেশ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয় ৷

তবে নতুন করে অশান্তি না ছড়ালেও ভয় কাটছে না ট্রাকচালকদের ৷ এখনও সীমানা পেরোনোর সাহস পাচ্ছেন না তাঁরা ৷ ট্রাকচালকদের অধিকাংশ ঘাঁটি গেড়েছেন মিজ়োরাম লাগোয়া ধোলাই গ্রামে ৷ সেখানেই গাড়ি নিয়ে আশ্রয় নিয়েছেন তাঁরা ৷ এর ফলে ধোলাই বাজারের কাছেই হাইওয়ের উপর ট্রাকের লম্বা সারি দাঁড়িয়ে গিয়েছে ৷ সূত্রের খবর, অসম-মিজ়োরাম সীমানায় উত্তেজনার জেরে ঘোর বিপাকে পড়েছেন মিজ়োরামের বাসিন্দারা ৷ সাধারণত, অসম হয়েই রোজকার ব্যবহারের যাবতীয় পণ্য সে রাজ্যে পৌঁছয় ৷ কিন্তু গত কয়েক দিন ধরে এই রুটে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে ৷ ফলে ত্রিপুরা হয়ে মিজ়োরামে পাঠাতে হচ্ছে রসদ ৷

আরও পড়ুন :অসম-মিজোরাম সংঘর্ষে কেন্দ্রের 'ব্যর্থতা' নিয়ে সরব অভিষেক-রাহুল

এদিকে, পড়শি দুই রাজ্যের মধ্যেকার বিবাদ আরও বাড়িয়েছে অসম সরকারের একটি অ্য়াডভাইজরি ৷ বৃহস্পতিবারই সেটি জারি করা হয় ৷ তাতে অসমের বাসিন্দাদের মিজ়োরামে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, যেসমস্ত অসমিয়া মিজ়োরামে থাকেন, বা সেখানে কাজ করতে যান, তাঁদেরও অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে ৷ পরিস্থিতি ক্রমে এতটাই জটিল হয়ে উঠেছে যে, চুক্তি ভেঙে গোটা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তক্ষেপ করতে হয়েছে ৷ সংশ্লিষ্ট দুই অঙ্গরাজ্য়ের সীমানায় শান্তি ফেরাতে মোতায়েন করতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাস থেকেই বারবার অশান্ত হয়ে উঠেছে অসম-মিজ়োরাম সীমানা ৷ অশান্তি ছড়িয়েছে মিজ়োরামের চাচর এবং অসমের হলিয়াকান্দি জেলায় ৷ বাসিন্দাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া থেকে তাঁদের জমি লুঠ, ঘটেছে এমন হাজারো ঘটনা ৷ উল্লেখ্য, অসম ও মিজ়োরামের মধ্যে সীমানা এলাকা রয়েছে 164.6 কিলোমিটার ৷ অসমের চাচর, হলিয়াকান্দি ও করিমগঞ্জ এবং মিজ়োরামের কোলাসিব, মামিত ও আইজলের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে এই এলাকা ৷ কিন্তু সীমানা নিয়ে দুই রাজ্যের বিবাদ বরাবরের ৷ আর এই বিষয়ে তারা কেউই তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ মানতে রাজি নয় ৷

ABOUT THE AUTHOR

...view details