গুয়াহাটি, 25 এপ্রিল : করোনা মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ কয়েকদিন আগে করোনা মোকাবিলায় অসহযোগিতার অভিযোগ তোলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আর তারপরেই টুইটে আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার ৷ প্রশ্ন তোলেন কেন প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া হবে ?
হিমন্ত বিশ্বশর্মা খোঁচা দিয়ে নিজের টুইটে লেখেন, "অরবিন্দ কেজরিওয়াল মহাশয়, করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর অসম সরকার 8 টি অক্সিজেন প্ল্য়ান্ট তৈরি করেছে ৷ সঙ্গে আরও 5টি প্ল্য়ান্ট তৈরির কাজ চলছে ৷ প্রধানমন্ত্রী দিল্লি সরকারকেও 8 টি অক্সিজেন প্ল্য়ান্ট তৈরির জন্য় পি এম কেয়ার ফান্ড থেকে টাকা বরাদ্দ করেছে ৷ কিন্তু আপনি একটিও অক্সিজেন প্ল্য়ান্ট তৈরি করতে পারেননি ৷ তারজন্য় কেন মোদিকে দোষারোপ করা হচ্ছে ?"