পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Marries Dead Girlfriend: অন্তিম শয্যায় শায়িত প্রেমিকাকে বিয়ে করলেন অসমের যুবক - বিবাহ

শেষকৃত্য়ের (Funeral) আগে প্রয়াত প্রেমিকাকে বিয়ে করলেন এক যুবক (Man Marries Dead Girlfriend) ৷ অসমের (Assam) এই ঘটনা মন ছুঁয়ে গেল নেটনাগরিকদের ৷

Assam Man Marries Dead Girlfriend just before her Funeral
Man Marries Dead Girlfriend: অন্তিম শয্য়ায় শায়িত প্রেমিকাকে বিয়ে করলেন অসমের যুবক

By

Published : Nov 19, 2022, 4:31 PM IST

Updated : Nov 19, 2022, 6:46 PM IST

চাপরমুখ (অসম), 19 নভেম্বর:শ্রদ্ধা হত্যাকাণ্ড (Sraddha Murde Case) নিয়ে যখন তোলপাড় সারা দেশ, তখনই একেবারে বিপরীত মেরুর এক ঘটনার সাক্ষী থাকল অসম (Assam) ৷ এ এক এমনই ঘটনা, যা একইসঙ্গে মন ভারাক্রান্ত করবে, আবার শ্রদ্ধায় মাথা নুইয়েও দেবে ! অসমের চাপরমুখের বাসিন্দা এক তরুণীর প্রয়াণের পর অন্তিম শয্যায় তাঁকে বিয়ে করলেন তাঁর প্রেমিক (Man Marries Dead Girlfriend) ! ওই যুবক বাকি জীবনটা একা কাটানোরই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি সূত্রের !

চাপরমুখের কৌসা গ্রামের বাসিন্দা ছিলেন প্রার্থনা বোরা ৷ 24 বছরের প্রাণবন্ত মেয়েটা বরাবরই হাসিখুশি আর মিশুকে ৷ তাঁর এই স্বভাবের জন্যই সকলের ভীষণ প্রিয় ছিলেন প্রার্থনা ৷ তাঁর সঙ্গে বহু বছরের সম্পর্ক বিতুপান তামুলির ৷ 27 বছরের এই যুবক মোরিগাঁওয়ের বাসিন্দা ৷ কিছুদিন আগেও একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছে এই যুগল ৷ আর তারপর ক'দিন কাটতে না কাটতেই ঘটে গেল ভয়াবহ বিপর্যয় ৷ সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন প্রার্থনা ৷ বাড়াবাড়ি হওয়ায় তাঁকে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ শুক্রবার সেখানেই মৃত্যু হয় প্রার্থনার ৷ চিরকালের মতো তিনি তাঁর বিতুপানকে ছেড়ে চলে যান ৷

অমর প্রেম !

আরও পড়ুন:ঐন্দ্রিলার চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করার অনুরোধ সব্যসাচীর

এই ঘটনায় ভেঙে পড়েন বিতুপান ৷ এদিকে, শনিবারই প্রার্থনার শেষকৃত্যের (Funeral) আয়োজন করা হয় ৷ তার আগে শেষবারের মতো প্রণয়ীকে দেখতে তাঁর বাড়িতে পৌঁছে যান বিতুপান ৷ নিজেকে সামলে স্থির করেন, প্রেমিকাকে বিয়ে করবেন তিনি ! এমন প্রস্তাবে হতভম্ব হয়ে যান সকলে ৷ ভাবেন, এটা কীভাবে সম্ভব ? বিতুপান তাঁদের জানান, অন্তিম শয্য়ায় শায়িত প্রার্থনার নিথর দেহকেই স্ত্রীর স্বীকৃতি দেবেন তিনি ৷ এরপরই বিয়ের সমস্ত আয়োজন করা হয় ৷ রীতি মেনে প্রার্থনার সিঁথিতে সিঁদুর পরান তাঁর প্রেমিক ৷ হয় মালাবদল ৷

এই ঘটনার সাক্ষী থাকেন দুই পরিবারের কাছের মানুষজন ৷ তাঁদের মধ্যেই কেউ একজন গোটা ঘটনা মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ এখন সেই ভিডিয়ো ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় ৷ একদিকে, যখন প্রেমিকা শ্রদ্ধাকে খুন করে শিরোনামে উঠে এসেছেন দিল্লির আফতাব ৷ ঠিক তখনই বিতুপানের এই আবেগঘন ভালোবাসা নেটনাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে ৷ তাঁরা সকলেই প্রার্থনার অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ একইসঙ্গে, প্রার্থনা করেছেন বিতুপান যেন ভালো থাকেন ৷

Last Updated : Nov 19, 2022, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details